ঢাক, ঢোল, ঝাঁঝর বাজে আরও বাজে শাখ
এলোরে আবার ফিরে পহেলা বৈশাখ।
আমি তুমি তুমি আমি মনে প্রাণে বাঙালী
শত মতভেদ ভুলে এসো করি কোলাকুলি।
কৃষ্টি সভ্যতার ধারাবাহিকতায়
আলোকদিশা এলো নব উদ্যমতায়।
অমঙ্গল অশনি দুর হোক সব
সম্প্রীতির বন্ধনে জমুক উৎসব।
অসাম্প্রদায়িক এ উৎসবে গানে গানে সুরে সুরে
আগামী স্বদেশ গড়ি হাতে হাত ধরে ধরে।
একতারায় সুর তুলে গাই জয় গান
মিলেমিশে বাাঁচি সবে বিনীত আহ্বান।
সার্বজনীন এই বৈশাখী দিন
প্রতি প্রাণে ছুঁয়ে যাক স্বপ্ন রঙীন।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০