স্পর্শ
ঘুম ঘোর ভেঙে দেখি দক্ষিণা মলয় ,
বারেবারে ইশারায় কিছু বলিতে চায়।
চকিতে ভেবে আমি উদাসী হলাম,
এসেছিলে মৌনী তার প্রমান পেলাম।
এসো তবে ধরো হাত ছুঁয়ে দাও মন।
অকালবোধনে ভিজুক নব যৌবন ।
কামনার জলরাশি হোক তবে ফুল,
করি এসো ছোঁয়াছুয়ি হয় হোক ভুল।। বাকিটুকু পড়ুন
