তুমি আমার দুঃখ বিলাসের একমাত্র কারণ
কংক্রিটের রাত্রিতে, আঁধারের ওপার হতে দাও হাতছানি।
তুমি কি আলোর পাখি?
আগুন রঙা তোমার দু পাখায় আলোর ঝলকানি,
আমি বিহ্বল হয়ে চেয়ে থাকি,
তোমার বৈচিত্রময়তায়।
আঁধার হতে আলোয় উত্তরনের চেষ্টায় আমি অনুসরণ করি বারেবার তোমায়।
আমি সাড়া দিতে চাই তোমার প্রলোভিত হাতছানিতে।
কি জানি কি ভুলে,
আমার ভুবন আর আলোকিত হয় না।
আরো বেশি... বাকিটুকু পড়ুন
