কবিতাঃ মা ও খোকার রাজ্যপাট

নদীর তীরে কাশের বন সেথায় ছোট্ট কুঁড়েঘর,
আমি থাকি মা-ও থাকে আর কেউ নেই আপন-পর।
ঘরের পাশে বাঁশের বন তার ওপারে সুদূর মাঠ
সেই মাঠেতে কাটে দিন সভা-সদ বিহীন রাজ্যপাট।
শান্ত শীতল নদীর জল কলকলিয়ে যায় বয়ে
কল্পলোকের গল্প গাঁথা মন আমার দেয় রাঙিয়ে।
কুহু কূজনে এই বিজনে রঙিন সূতো স্বপ্ন আঁকে... বাকিটুকু পড়ুন



