কবিতাঃ চাই প্রত্যাবর্তন
আমাদের প্রেম!
সে-তো সাদাও নয় কালোও নয়, বহুমাত্রিক ধূসর।
মরীচিকার মতো - এ নিরীহ জীবনে ধূসর সংকট।
Sophie's choice এর মত বিতর্কিত এবং কিছুটা রহস্য মণ্ডিত।
তবু আমি সেই প্রেমের অপেক্ষায়
আজো থাকি।
আজো কাঁদি অবোধ শিশুর মতো
তুমি ফিরে এসো।
বাতাস হয়ে আমায় স্পর্শ করো
মেঘ হয়ে আমার প্রশস্ত বুকে ভাসো।
তোমার বহুমাত্রিক... বাকিটুকু পড়ুন

