চিরকুট আর পাঠাবো না তোমায়,
দূর আলাপনেরও প্রয়োজন নাই।
ই-মেইল, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ,
সব প্রয়োজন ফুরিয়েছে এখন।
লজ্জা ভুলে আর কখনও বারবার হাঁটবো না তোমার গলিতে।
চকিত চাহনিতে করবো না বিব্রত
রাখবো না চোখ দুরবিনে দূর থেকে।
বাদামের খোসা ভাঙার প্রয়োজন নেই আর
ফুচকা, ঝালমুড়ি -খাবারের স্বাদ এখন বিস্বাদ।
জোড় যখন গেছেই ভেঙে
কি হবে প্রয়োজন-অপ্রয়োজন।
আমাদের স্বপ্ন যখন চুরমারই হল
অনাকাঙ্ক্ষিত অবহেলায়।
বিপ্লবের চোরাফাঁদে
এভাবে বিপ্লবীরা প্রাণ হারায়।
বলেছিলাম, শোননি
থামতে কোথায় হয় জানতে চাওনি।
নিষিদ্ধ গন্ধম সেবনে- শেষে স্বর্গ পতন।
অবশেষে নিষ্ঠুর বিচ্ছেদ।
আইনের শাসন উঠেছে সেই কবে
বেআইনি কার্যকলাপ বাড়ছে রোজ।
কত মানুষ হচ্ছে দুঃখী কে কারই-বা তা রাখছে খোঁজ!
ফুটন্ত কড়াই থেকে তপ্ত আগুনে পড়ে গেছি।
জ্বলতে হবে তাই জ্বলছি।
আগুনের দিন শেষ হবে একদিন
সেই প্রতীক্ষায় প্রহর গুনছি।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




