মেঘের উপর মেঘ জমেছে ঝরছে বাদলধারা
আকুল বরষায় অবিন্যস্ত প্রকৃতির আলুথালু চেহারা।
দিনের আলো ফিকে হয়ে এলো বজ্র দিলো হুঙ্কার
কোমল হৃদয় বালিকা বধূ আতঙ্কে দেয় চিৎকার।
আমি তখন সব কাজ সেরে সদ্য ফিরেছি বাড়ি
বধুয়া আমার দ্বার খুলে জড়িয়ে ধরলো সরাসরি।
অভয় দিয়ে মুখ তুলে বলি,কোথা তোমার সকল লাজ?
বধু হেসে কয়, সুযোগ নেওয়া সেতো সুযোগ সন্ধানীর কাজ।
আমি বলি,
সুযোগ বুঝি আমি নিয়েছি? তুমিই তো এলে ছুটে।
বললে,
চুপ করো ভালো হবে না বলছি, দুষ্টু ঝাঁকামুটে!
কপট ভঙ্গিতে আমি বললাম, আমি তাহলে ফিরে যাই!
দেখা যাক আবার বজ্র হুংকারে কোথা মেলে আশ্রয় ।
ক্ষিপ্র গতিতে হাত ধরে বললে, কেন অভিমান করো?
কিসের এত ব্যস্ততা তোমার কেন এত তাড়াহুড়ো?
এমনও দিনে এই বর্ষণকালে তুমি হীনা বৃথা এ জীবন
প্রেম প্রণয়ে আরও গভীর বাঁধনে বাঁধো শত জনমের বন্ধন।
তুমি পতি প্রাণ নাথ তোমাতেই পরিপূরক যে আমি
প্রেম পাঠে আজ না হয় হোক অকারণ কিছু পাগলামি!!
© রফিকুল ইসলাম ইসিয়াক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


