কে আছিস বলবান!
হ্ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা।
ধরতে হবে হাল,বাইতে হবে তরী, অবস্থা বেসামাল।
জ্বলছে দেখ প্রাণের স্বদেশ
বিপর্যস্ত আমার প্রিয় বাংলাদেশ।
মানবিকতা, মূল্যবোধ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির বাতিঘর।
সর্বত্র আজ সর্বগ্রাসী গহীন অন্ধকার ।
এখনও নিশ্চুপ
মুখেতে কুলুপ!
কোন মোহজালে বাঁধা পড়ে আছেরে তোর বোধ, বুদ্ধি, বিবেক।
কোন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত তোর মুমূর্ষু আবেগ?
দেওয়ালে পিঠ ঠেকবে যখন পালাবি কোথায় আর?
সময় থাকতে হ্ হুশিয়ার, রাত্রি অন্ধকার।
হে বলবান
হ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা!
ধরতে হবে হাল, বাইতে হবে তরী, দরিয়া উত্তাল।
হে নবীন তোরা যদি না জাগিস জাগবে তবে আর কে?
পিঠ বাঁচাতে কোথায় লুকাবি ধরবে আগেই তোকে।
প্রতিরোধই পারে রুখে দিতে এই অকারণ রক্তপাত।
পাচ্ছিস কি শুনতে স্বভূমির আর্তনাদ হে আশরাফুল মাখলুকাত?
ধর্মের নামে অধর্ম আজ সর্বত্র বাস্তবায়িত।
ইবলিশের দোসর স্বমহিমায় প্রতি পদে পুনর্বাসিত।
সাম্যের গান ভুলেছিস তোরা কোন কুমন্ত্রণায়।
৭১এর মূলমন্ত্র আজ কাতরাচ্ছে অকথ্য যন্ত্রণায়।
অসাম্প্রদায়িক বাংলার আকাশ জুড়ে পলাশীর কালো মেঘ।
এত ডাকি তবু জাগিছে না কেন তোর বধির বিবেক?
রক্ত নেশায় জঙ্গি মাতাল হারিয়েছে স্বাভাবিক বোধ।
ঘৃণা চাষের উন্মত্ততায় গিলছে সর্বগ্রাসী ক্রোধ।
কে আছিস বলবান?
হ্ আগুয়ান।
দে সাড়া দে ত্বরা।
ধরতে হবে হাল, বাইতে হবে তরী, অবস্থা বেসামাল।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



