
রাত বাড়ে যত তাপমাত্রা নামে তত,
পা ফাটে, ঠোঁট ফাটে গভীর হয় ক্ষত।
একটা শিশু কাঁপছে শীতে ছাতিম গাছটার নীচে।
দুটো কুকুর গা ঘেঁষাঘেসি করে তাকে ছুঁয়ে আছে।
শীতার্ত সবাই তারা,সমান দুঃখে দুঃখী।
একটু উষ্ণতা পেলেই যেন, তাতেই তারা সুখী।
পৃথিবীটাতে তাদের একই ধারার জীবনযাপন।
ঘর নাই দুয়ার নাই বেওয়ারিশ জীবন।
আশ্রয়হীন জীবন তাই হয়তো আশ্রয়ের করে না আশা।
তবে যেথায় পায় কুড়িয়ে নেয় নিঃস্বার্থ ভালোবাসা।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
৬ জানুয়ারি ২০২১
রি-পোস্ট
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

