
দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও বলেন নীরব থাকাই শ্রেয়
সময় নিজেই ঠিক করবে বিচার।
উত্তেজনার আগুনে যুক্তিগুলি পুড়ে গেলে
হারিয়ে যায় সত্যের পথ, জন্ম নেয় নতুন বিভাজন
শান্তির নামে দূরে থাকা নাকি দায়িত্বেরই এক প্রকরণ
কথা না বলাই হয়তো বা অনেকের কাছে
দেশের ক্ষত নিরাময়ের উপকরণ!
আবার কেউ কেও বলেন
নীরবতা তো আসলে সম্মতির আরেক নাম
যেখানে অন্যায় হাঁটে বুক উঁচু করে
সেখানে চুপ করে থাকা মানে
অপরাধের ছায়ায় নিরবে সন্তরণ ।
মানুষের কণ্ঠ যদি যায় থেমে
তাহলে কালের ইতিহাস লেখে
স্বৈরতার কলমে অন্ধ কালির দাগ
তাই সুশীলের কাছে চাওয়া
শব্দ, অবস্থান, আর সাহস ।
এভাবেই দ্বিধা সব ঘিরে রাখে জনপদ শহর
চুপ থাকব, না উচ্চারণ করব সত্যের ঝড়?
দেশের দুর্দিনে এ প্রশ্নই বারবার ফিরে আসে
আর আমরা সকলেই, আলোর খোঁজে দাঁড়িয়ে
নিজ নিজ অন্তরের আদালতে বিচার করি
কোনটা দায়িত্ব, আর কোনটা শুধু
নিরাপদ নীরবতার আশ্রয়।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





