দশটি টাকা যদি ভাগ্যে জোটে
কিনবে সে একটি রুটি
আরও দশে মিলবে সবজি
তার সাথে যদি আরও দশ জোটে
তবে পেট ভরবে আধপেটা....
ভাবতে ভাবতে সে রাস্তা কাটে
জাল ভিক্ষুকের শহরে
আজকাল টিকে থাকা মুশকিল
নিরুপায়, তবু সে আশায় হাত পাতে
বাম হাত
ডান হাতখানি তার কাটা।
সেই কবে থেকে
বোধ হওয়ার আগে থেকেই টিম্বার কারখানায়
হয়তো জন্ম সেখানেই
বাবা মা পরিবার ছিল কি ছিল না কে জানে!
জ্ঞান হওয়া অবধি করাত কল আর চান মিয়া
এই ছিল তার দেবার মতো পরিচয়।
বয়সকালে দেখতে শক্ত পোক্ত
আর জোয়ান তাগড়া ছিল বলেই হয়তো
প্রেমিকা জুটেছিল এক।
চামেলীকে নিয়ে কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিলো
কিন্তু
সব করাত কলই আবার খেয়ে দিলো।
দূর্ভাগ্য যার সহায় হয়
তার জীবনে কি আর সুখ সয়!
কত পথ পেরিয়ে এই পড়ন্তবেলায়
এখন সুখ বলতে একটাই
দশ টাকা+ দশ টাকা+ দশ টাকা
খুড়িয়ে খুড়িয়ে হাত পেতে চলে সে নিরন্তর
জানে না
এ চলার শেষ কোথায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১০