ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা।
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের ওই ছেলেটি সদা হাস্যময়।
হরেক রূপের বাহার দেখে অবাক চেয়ে রয়।
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা।
জগতের যত হিসাবনিকাশ, জটিল এক ধাঁধা ।
তার ঘরে জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে।
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে তাকে কি দিয়ে।
হাজার টাকার বাজি পোড়ে ,লক্ষ টাকার তেল,
সুদৃশ্য অট্টালিকাও সাজে ! হায় বিধাতার খেল।
একলা বসে আপনমনে , ছেলেটি শুধু ভাবে।
কি হবে আর এসব ভেবে ! কেইবা তাকে দেবে।
জীবন কেন এমন করে খেলে নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে একলা একেলা।
©৷ রফিকুল ইসলাম ইসিয়াক