শেষের আয়োজন
প্রায় রাতে ভেস্তে যায় একেকটি আত্মহত্যা
একেকটি শেষ চিরকুট, পুড়ে শেষ হয়
ছাই হয়ে রয়, একেকটি অসম্পূর্ণ বিষন্নতার গন্ধ।
ব্যর্থ আয়োজনের প্রয়োজন ফুরায়
নিকোটিন শিকলে।
জানালায় ঝুলে থাকে ঘুমহীন জোড়াচোখ
চেনা আকাশ জুড়ে চলে
অচেনা শূন্যতার শেষ রেখার নিত্য খোঁজ।
তারপর —
অন্য কোন রাতের আয়োজনে
সিলিং জুড়ে বেসুরে হাহাকার।
হয়তো ঝুলে পড়ার ঠিক... বাকিটুকু পড়ুন












