
তোমারে এক নজর দেখার লাইগা
তোমার ধরা পথে, কত যে ধুলা মাড়াইছি
প্যান্টের ভাজে, জুতার ভেতর কত বালি কুড়াইছি
একটা ইমারত বানাইলে হয়তো দেখান যাইতো।
তোমারে এক নজর দেইখা
হৃদয়ে নেশার মতন কাপঁন —
তোলার যে পায়তারা
কোন রিহ্যাবে তা সারণ যায় না।
মাইলের পর মাইল পাড়ি দিয়া
জন্মের ক্লান্তি চোখেমুখে নিয়াও
তোমারে এক নজর দেখোনের যে আকুতি
ঘোলা চোখে —
সেইটা লিখতে গেলে হইয়া যাবে ইতিহাস।
তোমারে এক নজর দেখতে না পাইরা
শহরের রাস্তায় রাস্তায় মানুষ দেইখা বেড়াইছি।
না, তোমারে খুঁজি নাই —
তোমারে না দেখার চেয়েও, দেখতে চাওয়ার যে আকুতি
সেইটা তাড়ায়া বেড়ায় পথ থেকে পথে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


