
আধুনিকতার দূষণে তারা ভরা আকাশ দেখতে আজকাল যাওয়া লাগে পাহাড়ে।
অথচ বিদ্যুৎহীন সময়ে উঠোনে শীতল পাটি বিছিয়ে চিত হলেই আঙুলের ইশারায় হতো তারাদের হিসেব।
জোনাকির দেখা মেলাতো বেজায় ভার।
অন্ধকারের মাঝে সবুজ আলো জ্বলানেভা দেখে রাতের অনেকটা পার করা ফেলা যেতো।
সোডিয়াম বাতি, ফিলামেন্ট বাতি পেরিয়ে এলইডি বাতির আলোয় হচ্ছে প্রয়োজনীয় আলোক দূষণ।
অভিযোজিত না হয়ে অভিমানী হয়ে উঠে জোনাকিরা।
আধুনিকতা, তারা ভরা আকাশ, জোনাকির জ্বলানেভা কোনটাই উপেক্ষা করা যায় না।
শুধু মানুষ উপেক্ষা করা যায়, খুব সহজে। আর উপেক্ষিত হওয়া যায় আরো সহজে।
মানবজীবনে আসলে চাওয়া পাওয়ার শেষ নেই। চাওয়া-পাওয়ার দূষণে দূষিত এই মানবজীবন।
তবে এই জীবন জোনাকির মত না, অভিমানও অভিযোজিত হয়ে যায় এখানে। মান, অভিমানের ভার ভয়ে ভারী নিঃশ্বাসে হয়ে উঠে বেঁচে থাকার অভ্যাস।
ছবিঃ এআই জেনারেটেড
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


