
ঝড় আসে প্রকৃতির নিয়মে
ভয়ংকর কোন সুন্দর সন্ধ্যা নিয়ে।
ঝড়েই চলতে হয় ফিরতে হয়
যাযাবরের দিক বেদিক।
ঝড় চেনায় কে আসে, ফেরে না
কিংবা কার কখনো আসা হয় নি।
তোমাকে চিনতে গেলে
একটা বুক ঝড় উঠে
বেওয়ারিশ অভিমানে।
ঝড় উঠে ঠিকই, শুধু তোমারে চেনায় না
অথবা চিনতে চাওয়া হয়ে উঠে না
অযাচিত নতুন কোন ঝড়ের ভয়ে।
ঝড় থেমে যায়
যাযাবর জীবন ঠায় দাঁড়িয়ে থাকে
ভুল কোন পথের শেষ সীমানায়
অপেক্ষার তালগাছ হয়ে।
যদি কোন এক ঝড়ে
পথ ভুল করে বাসা বাঁধে
অনেক চিনতে চাওয়া, সেই অচিন বাবুই পাখি।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


