এই জাতি আসলেই রাজাকার,
প্রেক্ষাপট ১------- ধর্ম অবমাননার তুমুল আন্দোলন শুরু হয়েছে --- আন্দোলনকারিদের কাছে প্রমাণ দেওয়া হোল রসরাজ দাস একজন অশিক্ষিত মূর্খ মানুষ, সে ফেসবুকে কোন পোস্টিং দেয় নি , তারনামে ফেক একাউন্ট করে এই কাজ করেছে বিএনপি নেতা মো: জাহাংগীর । কে শোনে সেই কথা, নিমিষে ধংস হয়ে গেল হিন্দু পারা , আন্দোলনকারিদের কিছুই হোল না।
প্রেক্ষাপট ..২ এবং ............ পুজা মন্ডপে কোন হিন্দু কোরান শরিফ রাখেনি কিন্তু গোটা বাংলাদেশের হাজার হাজার পুজামন্ডপ ধংস হয়ে গেল, হাজার হাজার হিন্দু বাড়ীতে আগুন দেওয়া হোল ,,,,,, অন্দোলনকারিদের প্রমাণ দেওয়া হোল রামুতে ফেক একাউন্ট থেকে পোস্ট দেওয়া হয়েছে ---- কিন্তু ওনারা বুদ্ধ মন্দির ধংস করে দিল ।-----
এই রকমের শত শত উদাহরন দেওয়া যাবে --- সত্য তথ্য জানার পরের আন্দোলনকারিরা ধংসলিলা চালিয়ে গেছে ।
সর্বশেষ সারকাস ------ কোটা বিরুধি আন্দোলন কারিদের কাছে ,, তথ্য দেওয়া হোল ২০১৮ সালে সরকার সমস্ত কোটা বাতিল করে দিয়েছে , কিন্তু কোর্ট সরকারে ঐ সিদ্ধান্ত বাতিল করে দেয় , তারপর কোর্টের ঐ রায়ে বিরুদ্ধ সরকার আবার আপিল করে , এর অর্থ আন্দোলনকারিরা জানে, সেটা হোল সরকার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় না, যদি চাইত তাহোলে আপিল করতো না । কিন্তু কে শোনে সেই কথা ,, উপরে বর্ণিত প্রেক্ষাপট গুলোতে যা করেছে আন্দোলনকারিরা ----কোটার ক্ষেত্রে ও একই কাজ করেছে আন্দোলন কারিরা । সবচেয়ে অবাক বিষয় অনেক শিক্ষিত লোক জেনে শুনে এই আন্দোলনকে সমর্থন করে চলেছে ।
সরকারে ভিতরের অনেক মানুষ ১০০% কোটা বাতিলের পক্ষে নেই , বিকলাংগদের জন্য কোটা চাই, নারীদের জন্য কোটা চাই, আদিবাসিদের জন্য কোটা চাই, জেলা ভিত্তিক কোটা চাই --- তানা হোলে সমস্ত চাকুরি ঢাকার স্মার্ট পার্থিরা পেয়ে যাবে। -- এই বিষয়ে আন্দোলনকারিরা অবগত । প্রধানমন্ত্রি সমগ্র ছাত্র সমাজকে রাজাকার বলেনি---- সে তথ্য আন্দোলনকারিরা জানে ।
তারপর ও নিজেদেরকে রাজাকার বানিয়ে এই অন্দোলন চালিয়ে গেছে --- এখন এর দায় কার ??
এটাতো দেখা যাচ্ছে জাতীর মানুসিক রোগ ---- আন্দোলনকারিদের কাছে -- সঠিক তথ্য থাকার পরেও কেন এই সব ড্রামা চলছে দেশে !!! আজ গোটা জাতিই রাজাকার !!!
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫৩