ধৃষ্ট

আমি অসীম, অনন্ত
দিক বিজয়ী আমি
হয়নি কভু ক্ষান্ত।
কেবল আমিই সত্য
বাকিসব মিথ্যা, ঠুনকো
কেবল আমিই শুভ্র
বাকীসব শুদ্র।
বিশালতা পা আমার
ধরণী প্রান্ত অন্ত
আকাশ ফুড়িয়া উঠিয়াছে
আমারি মস্তক শীর্ণ।
আমিই তৃণ তীর্থ
স্থল মহিমান্বিত,
আমারি পদলে লুটিয়াছে
সকল মানব ক্লেষ্ট।
আমি শিক্ত-
নয়নের জলে গড়িয়াছি
বেগানা পুষ্পমঞ্জরি
আমিই সর্বউৎকৃষ্ট।
ধরণী তল ফুটিয়াছি
আমি হিমালয় শৃঙ্গ।
আমিই লিখিয়াছি উচ্চ মর্গীয়
কাব্য গান গল্প
আমিই দিয়াছি... বাকিটুকু পড়ুন



