আমি অসুস্থ হয়ে পড়ি, তোমার বিদায়ে
আমার শীরর খারাপ করছে
আমি অসুস্থ হয়ে পরছি,
তীব্র ঘাম হচ্ছে
পায়ের তলায় মাটি ফেটে যাচ্ছে।
যতই তুমি যাচ্ছো দূরে-
তোমার পদে পদে
আমার বুকে যন্ত্রণা হচ্ছে
নিশ্বাস ফুরিয়ে আসছে।
তোমার দূরত্বে-
আমার অসুখ করছে।
আমি তুমির ব্যাবধান যত বাড়ছে
শ্বাস ততই ফুলছে,
তুমি এমনি নিষ্ঠুর
তারওপর আবার রিক্সা ডাকছো।
আরও একটা সপ্তাহ, ৭ টা দিন, অজস্র প্রহর
তোমায় না দেখে থাকতে হবে
ভেবে- আমার দৃষ্টি... বাকিটুকু পড়ুন
