প্রতিশ্রুতি দাও
প্রতিশ্রুতি দাও
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়নি
প্রতিশ্রুতি কেউ দেয়নি
ভালোবাসা খুব দরকার
কিন্তু তা খুব দুর্লভ!
তোমার প্রীতি খুব প্রয়োজন
ঠিক আমারও চাই এখন!
যদি মনোমত, পছন্দ হই
প্রতিশ্রুতি দাও, সাড়া দাও।
বাগানে অজস্র ফুল ফোটে
সবাই দেখে বলে কী সুন্দর!
তাকে ছুঁতেও চায় সকলে
যদি প্রত্যেকে স্পর্শ করে
তাহলে হয়ে যাবে স্যাঁতসেঁতে
জাগবে না সে আর প্রভাতে!
এত জনে বলছে,... বাকিটুকু পড়ুন
