সঙ্গবদ্ধ
আমরা যদি হই মতে সঙ্গবদ্ধ
কেটে যাবে মনের যত দ্বন্দ্ব!
বাড়বে দীপ্তি, বাড়বে শক্তি-তৃপ্তি
সফল হবোই, দেবে অবশ্যই স্বীকৃতি!
উন্নত নিশ্চিত নিশ্চয় আমার মতি
ইচ্ছে করবো জীবনে বৈধ রতি!
দর্শন করি রোজ, করি খোঁজ
কে কে কীভাবে দেয় পোজ!
রঙের সাজানো দেহ, চমৎকার চাকচিক্য
বের হয়ে আসে আসল পার্থক্য।
যারা বাণী দেয় নিত্য নতুন
বলো জীবনী তোমার,... বাকিটুকু পড়ুন
