সূর্যের তাপ
সাইফুল ইসলাম সাঈফ
সূর্যের তাপ এখন খুব আরাম লাগে
মনে হয় শুধু রোদ পোহায়।
এখন যৌবন তোমার উষ্ণতা
দূর করে, করবে বিষণ্ণতা।
তোমার পরশে মিলবে শীতলতা
মিলন ব্যতীত সবকিছুতে বিফলতা।
তুমি ছাড়া দুখে দুখে অন্যমনস্ক
জানলেই দেয় খোঁচা, লাগে তর্ক!
এত এত রূপ, দেখি চুপ
তুমি পছন্দ, কাঙ্ক্ষিত অপরূপ!
মনে হচ্ছে তোমার মাঝে সুখ
তুমি বিহীন সাড়ে না অসুখ!
হৃদয়ে কেবল বিশাল বিশাল ঢেউ
কেন আমায় ভালোবাসে না কেউ?
আকাশের দিকে তাকিয়ে বলি
কেন রয়ে গেলাম খালি?
কেন জুড়ে দিলে না সঙ্গী
অদ্ভূত, রহস্য লাগে, রমণীর অঙ্গভঙ্গি।
হারাম সম্পর্কে নাই একটুও রুচি
আমার প্রেম-প্রীতি তোমাতে সূচি।
তোমার প্রতিক্রিয়া করে খুশি
গুটিয়ে নিচ্ছো কেন আমার হাসি?
রঙ দিয়ে রঙিন করো হৃদয়
দাও আমায় অনুরাগের অভয়!
উত্তরা, ঢাকা।
২৩.১২.২৫
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


