
রিজভী বলেছেন “পুলিশ ঢুকলে ক্যাম্পাসে-আমরা ঢুকবো সংসদে”।
আর বিনোদন পার্টিদের বলতেছি নিজেদের তো মুরোদ নাই আন্দোলন করার বা রাজপথে থাকার তাই ছাত্রদের মাথায় কাঁঠাল ভাঙ্গতেছেন, বিএনপি বড়ই হাস্যকর দল । কবে কোন দিন কত তারিখে সংসদে ঢুকবেন ডেটটা জানাবেন কি, দেখি আপনাদের ক্ষমতা কতদূর আর জোর কতদূর, সারা জীবন ষড়যন্ত্রই করেন রাজনীতি আপনাদের দ্বারা সম্ভব না। কারণ আপনারা তো বাংলাদেশকে ভালোইবাসেন না আপনাদের ভালোবাসা তো অন্য দেশের সাথে ।
আসিফ মাহমুদ।
কোটা আন্দোলনের সমন্বয়ক।
মাননীয় প্রধানমন্ত্রীর ভাষনের পরও আগামীকাল কর্মসূচি দিয়েছে। নতুন নতুন শব্দে (কমপ্লিট শাটডাউন) কমর্সুচী। যেমন বাংলা ব্লকেড।
তাঁর ফেসবুকে গিয়ে দেখেন,,সে সম্পুর্নভাবে শিবির দ্বারা পরিচালিত।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



