
ব্লগে আমার লেখায় একজন এই প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হাইপোথিটিক্যাল তার উত্তরও হাইপোথিটিক্যাল হবে।
আমার উত্তর (এটা ধরে নিয়ে যে সরকারের পতন হবে যদিও দিল্লি বহত দূর হ্যায়) হইতেছে, বিষয়টা নির্ভর করে সরকারের পতনের ধরনের উপর।
ক। সেনা অভ্যুত্থান হলো, প্রধানমন্ত্রী গ্রেফতার বা ডিসিজড হলেন, ক্ষমতা নিল সেনাবাহিনী, তারা কাউরে ধইরা তত্ত্বাবধাক বানাইয়া বসাইয়া দিল, সেটা ফখা মঈনের মতো আর কি, পরে বেচারার মর্জি হলে নির্বাচন দেবে। এরইমধ্যে পাল্টা অভ্যুত্থানও হতে পারে, এইভাবে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান কইরা কইরা দেশ অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাত্রা করতেও পারে।
খ। আন্দোলনের তীব্রতায় সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে বললো যে আমরা আর পারছিনা তখন প্রধানমন্ত্রী আর কোনো উপায় না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, তিনিও কাউরে ধইরা বসাইয়া নিজে পদত্যাগ করলেন, দেখা গেলো সেটা প্রধানমন্ত্রীর নিজের লোক, তারে বিএনপি মানলো না, লাগা আন্দোলন ।
এখন পর্যন্ত এই দুইটা পদ্ধতি মাথায় আসছে, আপনাদের কি কোনো আইডিয়া আছে? থাকলে মতামত জানাতে পারেন ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



