আর পারছি না। বড়ই অসহ্য ঠেকছে...
কেউ যদি বান মারায় অব্যর্থ কোন গুরুর খোঁজ পান, আমাকে শেয়ার করুন। হসপিটাল নেবার সুযোগ পাওয়া যাবে না, এমন যোগ্য গুরু হতে হবে।
কি ভাবছেন? যেটা ভাবছেন সেটাই...কারন ওটা আপনার ভাবনা। আমার না।
আচ্ছা বাদ দেন। মজা করছিলাম। পোস্টের কাটতি বাড়ানোর জন্যে চমকপ্রদ টাইটেল দিলাম।
আসুন একটা নিউজ পড়ি। খুশিতে মন ভরে যাবে। মন যদি ভাল না হয়, তাহলে কিন্তু আপনাকে ভরে দেবে। না মানে জেলে ভরে দেবে। কারন শুধু অবরাধী হলেই নিউজটা পড়ে মন খারাপ হবে। অন্যকথায়, আপনি যখন দেশের শত্রু, দেশের ভাল চান না তখন। পালানোর আগে "পালাবি কোথায়" সিনেমা দেখে নিন। তাও মনে হয় না, খুব একটা লাভ হবে। কারন এখন আনাচে কানাচে খোঁজা হবে। অপরাধীর বিচার হবে। নির্দেশনাটা খুব ভাল। তবে বিচারটা ওপর তলা থেকে শুরু হওয়া দরকার।
নিউজটা এখানে
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



