কোটা আন্দোলনকারীদের বিবেকের কাছে প্রশ্ন নিজের সন্তানদের কি বলবেন?
# প্রতিবন্ধীর অধিকার ছিনিয়ে নিয়েছি!
# নারী অধিকার ছিনিয়ে নিয়েছি!
# নৃ গোষ্ঠীর অধিকার ছিনিয়ে নিয়েছি!
# মুক্তিযোদ্ধার অধিকার ছিনিয়ে নিয়েছি!
কোটা সংস্কার অবশ্যই প্রয়োজন ছিল কোন সন্দেহ নেই l আমার মতে মুক্তিযোদ্ধার সন্তান কোটা থাক কিন্তু নাতি কোটা অবশ্যই না l এছাড়া জেলা কোটা নারী কোটা থাকা উচিৎ ছিল l কিন্তু ৫% কোটা দাবী একটি অন্যায় অবিচার দায়িত্বজ্ঞানহীন দাবী ঠিক তেমনি ৭% কোটা একটি দায়িত্বজ্ঞান হীন অবিচার হয়েছে সমাজ এবং জাতির প্রতি l এটি অবিচার করা হয়েছে l অথচ সবাই তৃপ্তির ঠেকুর তুলছে l ইতিহাস এবংহ সময় ক্ষমা করবে না l
# নারী / প্রতিবন্ধী / নৃ গোষ্ঠী কোটা অস্বীকার অর্থ সমাজের প্রতি দায় অস্বীকার করা l
# মুক্তিযোদ্ধা কোটা অস্বীকার করা দেশের প্রতি দায় অস্বীকার করা l
যারা দেশ এবং সমাজের দায় আজ অস্বীকার করলেন একদিন দেশ সমাজ আপনাদের দায়িত্ব নিবে না l সময় কঠিন বিচারক l ইতিহাসে সব লেখা থাকবে l আমি সুস্থ সবল আমি বেঁচে থাকবো বাকি সব গোল্লায় যাক!! যারা এমন ধারণায় বিশ্বাসী তারা সমাজ এবং জাতির বোঝা l আমি ভালো থাকবো বাকি সবাই পঁচে মরবে!! কিন্তু তা হয় না প্রকৃতির নিয়ম তা মানে না আমার চারিদিকে আগুন জ্বললে সেই আগুনে আমিও জ্বলবো এটাই প্রকৃতির নিয়ম l
স্রোতের বিপরীতে কথা বলা কঠিন কিন্তু সত্য ঢেকে রাখা যাবে না l ৭% কোটা একটি অন্যায় অবিচার
# নারীর প্রতি অবিচার
# প্রতিবন্ধীর প্রতি অবিচার
# নৃ গোষ্ঠীর প্রতি অবিচার
# স্বাধীনতার প্রতি অবিচার
নিজের স্বার্থের জন্য এতটা অন্ধ হয়ে যাওয়া নিজের জন্যই ক্ষতিকর l
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



