নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

নাইক্ষ্যা ঝিরি : বান্দরবনের গহীণে দূর্গম স্হানে মনোরম ঝিরি !

২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

বান্দরবনের দূর্গম স্হানে রেমাক্রিবাজার । সেখান থেকে একদিনের হাটা পথ নাইক্ষা ঝিরি :


দুপাশের গাছ-গাছালির ভীড়ে সূর্যের আলো ঠিক মত আসে না অনেক সময়.


আবার কখনও খানিকটা আলো বেশী আসে :

সাদরা / ছত্রি ঝরনা :



কিভাবে যাবেন :

ঢাকা থেকে ( বা যে কোন জেলা থেকে ) প্রথমেই বান্দরবান ,সেখান থেকে বাসে বা জীপে থানচি বাজার । বাসে ভাড়া ২০০ টাকা সময় লাগবে চার ঘন্টা । থানচি থেকে নৌকা ভাড়া করে রেমাক্রি বাজার। রেমাক্রি বাজার টাই রেমাক্রি মুখ, অর্থাৎ যেখানে সাংগু আর রেমাক্রি এক হয়েছে , সেখানে অবস্হিত । আর এই রেমাক্রি খাল ( ভৌগলিক হিসেবে নদী, সাংগুর উপনদী ) ধরে উযানে গেলে পাওয়া যাবে নাইক্ষ্যামুখ । এই নাইক্ষা মুখে এসেই নাইক্ষা ঝিরি মিসেচে রেমাক্রি খালের সাথে । রেমাক্রি ছেড়ে দিয়ে নাইক্ষা ধরে উযানে যেটে যেতে যোগী পাহাড় গিয়ে শেষ হয়েছে এই দূর্গম -মনোরোম ঝিরি !

তবে রেমাক্রি ধরে ঘন্টা দুয়েক গেলেই নাফাখুম পাবেন বোনাস হিসেবে !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

সাইবার অভিযত্রী বলেছেন: নীচের ছবিটা নাইক্ষ্যা ঝিরির না , নাইক্ষ্যার সাথে সংযুক্ত ছোট একটা ঝিরি ধরে একটু এগুলেই এই রক টানেলের দেখা মিলবে । নাফাখুম -অমিয়াখুম হয়ে যারা বাংলদেশের সর্বোচ্চ চুড়া 'সাকহাফং' যান তাদের কমন পরবে এই 'রক টানেল' টা!

২| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৭

সাইবার অভিযত্রী বলেছেন: নাইক্ষা ঝিরিতে বসে সাজাই পাড়ার কাছে আনারস খেয়েছিলাম দলে বলে : নাইক্ষা ঝিরিতে বসে সাজাই পাড়ার কাছে আনারস খেয়েছিলাম দলে বলে :

৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: সুন্দর।

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি নিয়ে সুন্দর পোস্ট!

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪

তাহসিন মামা বলেছেন: রাতুল ভাই, আরও কিছু ছবি দিলে ভালো হতো। মন ভরে নাই।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: মামা ভাল আছেন ?
ফেবুতে দিসি - সামুতে ছবি দিতে কষ্ট বেশী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.