নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বাসে দাড়িয়ে থাকা মেয়েটির সাথে ব্লগার কাল্পনিক_ভালবাসার সম্ভাব্য প্রেমের গল্প !! ;)

০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩





আমি স্বপ্নবাজ অভি আর কাল্পনিক_ভালবাসা ভাই হাজির হলাম মিরপুর দশ নাম্বার । আমাদের লক্ষ্য আমিন ভাইকে দেখতে যাবো । দুপুর থেকেই আমিন ভাইয়ের শরীর খারাপ । আমাদের উদ্দেশ্য তার বাসায় যাবো । কিন্তু উনি নিজের বাসায় নেই । মামুন ভাইয়ের (*কুনোব্যাঙ*) বাসায় আছে । পরিচিত ভাইদের সাথে অনেক দিন দেখাও হয় না সেইটাও একটা কারন অবশ্য !

গোলচত্তর ক্রস করে ১২ নাম্বারের দিকে এলাম । এখান থেকে বাসে উঠতে হবে । আমাদের গন্তব্যের জন্য নির্দিষ্ট বাসে আমরা উঠে বসলাম । কয়েক মিনিট পরেই বাস ভরে উঠলো । আমরা নিজেদের ভিতর গল্পে ব্যস্ত তখনই দেখলাম একটা মেয়ে বাসে উঠল । দেখতে মাশাল্লাহ ! আমরা তিন জন নেহতই ভালা পুলা ! তাই একবার তাকিয়ে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লাম ! এখন দয়া করে এটা জানতে চাইবেন না যে কি সেই ব্যস্ত কাজ ! যাই হোক মেয়েটি বাসে উঠেই ব্যস্ত হয়ে পুরো বাস টা একটু দেখে নিল । কোন ফাঁকা সিট আছে নাকি দেখার জন্য ।

কিন্তু মেয়েটির কপাল খারাপ, ততক্ষনে প্রতিটি সিট ভর্তি হয়ে গেছে । মেয়েটি কে দাঁড়িয়ে থাকতে হল ।

কি ? আমরা থাকতে একটি মেয়ে দাড়িয়ে থকবে আর আমরা সেইটা চেয়ে চেয়ে দেখবো ?

এমন টা তো হতেই পারে না ।

আগেই বলেছি আমরা ভালা পুলা ! আমি আর অভি বয়সে ছোট ! সেই হিসাবে আমাদের দুজনের একজন কেই উঠে সিট টা খালি করে দেওয়া উচিৎ ! আমরা থাকতে কাভা ভাই উঠে দাড়াবেন তা তো হয় না !

কাভা ভাই বসেছেন জানালার পাশে, তার পাশে অভি । আমি বসেছি এই পাশের সিটে । আমি দাড়াবো নাকি অভি দাঁড়াবে এটা ভাবছি এমন সময় দেখলাম অভি উঠে দাড়ালো । অভি নিজের পিঠটা একটু চুলকাচ্ছিল ! যেন কোন একটা খোঁচা খেয়েছে ! বুঝলাম পিছন দিয়ে কাভা ভাইয়ের একটা হালকা গুতা অভি খেয়েছে ।

অভি মিষ্টি হেসে মেয়েটিকে বলল

-আপু এখানে বসেন ।

-না না ঠিক আছে ।

মেয়েটাও কম ভদ্র না ! বসবেই না ! কিন্তু আমরাও তো ভালা পুলার দল ! অভি বলল

-না আপু । প্লিজ বসেন ।

দেখলাম মেয়েটি একটু মিস্টি হাসি দিয়ে বসে পড়লো । এদিকে কাভা ভাইয়ের মুখে একটা মিষ্টি হাসি দেখতে পেলাম, দুষ্টামি ভরা মিষ্টি হাসি ।



আমাদের যাত্রা শুরু হল । আমি অভি এক পাশে । অভি আমার সাথে গল্প করতে লাগলো দাঁড়িয়ে । এদিকে কাভা ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাই মেয়েটির সাথে কথা বলা শুরু করে দিয়েছে । দুই মিনিটও হয় নাই এমন ভাবে কথা বলছে যেন কত দিনের চেনা !



আমরা তো সবাই জানি কাভা ভাইয়ের কথার মাঝে একটা আলাদা মাধুর্য আছে । তার উপর আজকে কাভা ভাই এসেছে একটা অন্য লুক নিয়ে । মুখে খোচা খোচা দাড়ি, কেমন একটা জেন্টেল জেন্টেল ভাবের সাথে একটা কিলার লুক । যে কোন মেয়ে দেখলে পাগল হয়ে যাবে নিশ্চিত । মেয়েটির চোখে ঠিক তেমনি একটা দৃষ্টি দেখতে পেলাম । কাভা ভাই এক নাগারে কথা বলে চলেছে আর মেয়েটি মুগ্ধ হয়ে সেই কথা শুনছে । আমি আর অভি দেখছি আর হাসছি মুখ লুকিয়ে ।



কিন্তু দেখতে দেখতে আমাদের গন্তব্য চলে এল । এখন নেমে যেতে হবে । বিরহের সময় চলে এসেছে কিন্তু আমাদের কে অবাক করে দিয়ে দেখলাম মেয়েটিও আমাদের সাথে নেমে পড়লো ।

আমরা বাস টার্মিনালে দাড়িয়ে রইলাম কিছু সময় । মেয়েটিও আমাদের সাথে দাঁড়িয়ে । খানিকঅটা দ্বিধা নিয়ে ।

কাভা ভাই মেয়েটির দিকে একটু মিষ্টি হাসি হেসে বলল

-আচ্ছা । তাহলে এবার আসি । আবার হয়তো দেখা হবে ।

মেয়েটিও হাসলো , বলল

-হা হয়তো ! ভাল থাকবেন । আপনার সাথে কথা বলে ভাল লাগলো ।



মেয়েটি অন্ধকারে হারিয়ে গেল । ক্ষণিকের জন্য কাভা ভাইয়ের চেহারায় কেমন একটা বেদনা দেখতে পেলাম । অবশ্য সেইটা তিনি সামলে নিলেন মুহুর্তেই , আমাদের দিকে তাকিয়ে বললেন

-চল কিছু খাওয়া যাক । তারপর যাই আমিন ভাইয়ের কাছে ।



পাশের একটা টংইয়ের দোকানে বসে চা খেলাম গল্প করলাম । তারপর সামনে হাটা দিলাম । সামনে আমাদের আরেক টা যানে উঠতে হবে । কাভা ভাই আজকে আমাদের শর্টকার্ট রাস্তায় নিয়ে যাবেন আমিন মামুন বাসায় ।

কিছুদুর গিয়ে দেখতে পেলাম একটা মুড়ির টিন দাঁড়িয়ে আছে । কাভা ভাই জানালো এটাই নাকি আমাদের যান বাহন । কয়েকজন যাত্রীও দেখলাম অপেক্ষা করছে ভিতরে । আমরা যেই না ভিতরে উঠে বসলাম আমাদের কে একটু চমকালাম । কারন বাসের সেই মেয়েটি কে দেখলাম আগে থেকেই মুড়ির টিনের ভিতরে বসে আছে । আমাদের দিকে তাকিয়ে বিশেষ করে কাভা ভাইয়ের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলো । সঙ্গে সঙ্গে কাভা ভাইয়ের মুখে বিস্তৃত হাসি দেখতে পেলাম । আমরা এবার বসলাম মুখো মুখি । এমন ভাবে বসলাম যেন কাভা ভাই আর মেয়েটি একেবারে মুখে মুখি বসে । আবারও আমাদের যাত্রা শুরু হল ।

হঠাৎই মেয়েটি বলল

-আপনারা কোথায় যাচ্ছেন ?

-কালসি

-ওখানেই থাকেন ?

-না । আমাদের এক বড় ভাইয়ের বাসায় যাচ্ছি । হঠাৎ এই কথা কেন ?

-না এইটা রুট টা সবাই চিনে না । কেবল স্থানীয়রাই এটা চিনে ।

কাভা ভাই বলল

-আমি তো ঢাকার ছেলে । সব কিছু চিনি ।

-তাই ?

-হুম । কেবল জায়গা না ! মেয়েদেরকেও চিনি ! কোন এলাকার মেয়ে কেমন !

আবার মেয়েটির মিষ্টি হাসি । প্রতি উত্তরে কাভা ভাইয়ের হাসি ।

এইভাবে আবারো কথা চলতে শুরু করলো । কাভা ভাই এমন ভাবে মেয়েটির সাথে কথা বলা শুরু করলো যেন কত দিনের চেনা । আর সাথে আমাদের কে যেন চিনে না ।

এমনই হয় জগতে ।

যাক আমি আর অভি চুপ করে তাকিয়ে রইলাম ।



আবারো যাত্রা শেষ হল । যেখানে মুড়ির টিন থামলো সেখানেই আমিন ভাইয়ের বাসা । একদম কাছে । আমরা মানে কাভা ভাই আবারও মেয়েটির কাছে বিদায় নিল ।

-আবার দেখা হবে কি ?

-কে জানে ?

মেয়েটি আবারও হাটা দিল । আমরা অবাক হয়ে দেখলাম মেয়েটির ঠিক পিছন পিছন আমরা হাটতে লাগলো । আশ্চার্য !

মেয়েটির পিছনে হাটছি কেন ?

মেয়েটি যে গেট দিয়ে ঢুকলো আমাদের কে অবাক করে দিয়ে কাভা ভাই সেই বাড়িতে ঢুকলো ।

একি ?

আমরা অবাক ।

সাথে মেয়েটিও ।

কাভা ভাই মিচকি মিচকি হেসে বলল

-আমার বড় ভাই এই বাসাতেই থাকে ।

-তাই নাকি ?

-ক'তলা ?

-পাঁচ তলা ।

-আচ্ছা ।

মেয়েটি দুতলার একটা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল । কাভা ভাই এদিকে মুখে একটা বিস্তৃত হাসি নিয়ে পাঁচ তলার একটা দরজায় বেল টিপতে লাগলো । আমরা দুজন কাভা ভাইয়ের সেই হাসির রহস্য কিছুতেই বের করতে পারলাম না ।



দরজা খুলতেই মামুন ভাইকে দেখতে পেলাম ।

কাভা ভাই তাকে বুকে জড়িয়ে ধরে বলল

-ভাই এই বাসা ভাড়া নেওয়ার জন্য আপনাকে কি কইয়া যে ধইন্যা দিবো !! চলেন চলেন ভিরতে চলেন !



এদিকে মামুন ভাই কিছুই বুঝতে পারে না । কেবল একটু বোকার মত হাসতে লাগলো ।

কাভা বলল

-আরে চলেন চলেন । আপনার সাথে জরুরী কথা আছে ।



আমরা দুজনেই বুঝলাম কি জরুরি কথা !! আপনারাও বুঝে নেন ...



:D :D :D

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:১৫

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা বেশ মজার

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: :D :D :D

২| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২১

মোমের মানুষ-২ বলেছেন: কাভা ভাইয়ের আসলেই চান কপাল, আর লগে আপনাগো লাইগাও আপচুচ লাগতাছে.......

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: আফসুস করনের কিছু নাই :D :D :D

৩| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২২

আমি স্বর্নলতা বলেছেন: =p~ =p~ =p~ =p~

ভালোত!! কাল্পনিক ভাইয়ের জন্য শুভকামনা। শুভ কিছু হোক।

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~
:D :D :D

৪| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা উনার কত নাম্বার বাস ভ্রমণ জানেন মিয়া ? ;) উনি যখনই ভ্রমণ করেন একটা না একটা ঘটনা ঘটেই। উনি হইলেন ঘটনা ঘটানোর উস্তাদ। B-) যাই হোক অপু ভাই আপনি ভালা পুলা সাবধান থাইকেন B-))

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
অন্য কাহিনী গুলো নিয়েও আরও কয়েকটা গল্প হইতে পারে !! ;););)

দেখা যাক সামনে আরো কত কিছু হয় :D :D :D

৫| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩

সুমাইয়া আলো বলেছেন: পুরা পড়ে আবার ভাল লাগা জানিয়ে গেলাম

০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৬| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪

মাথা ঠান্ডা বলেছেন: আপনাগো কোন পাঠ নাই এখানে।

০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১৪

অপু তানভীর বলেছেন: আমি কেবল দর্শক :D :D

৭| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: কা_ভা'র 'ইস্পিশাল লুক' এর ছবি দেন নাই ক্যান !!

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: আর কইয়েন না মামুন ভাই ! যদি আপনি সেইটা দেখতেন ! ;););)

৮| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:২৫

একজন ঘূণপোকা বলেছেন:

যাক, এইবার তাইলে কাভা ভাই মাতাল মাইয়ার পাল্লায় পরে নাই ;) ;) ;)


কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা উনার কত নাম্বার বাস ভ্রমণ জানেন মিয়া ? ;) উনি যখনই ভ্রমণ করেন একটা না একটা ঘটনা ঘটেই। উনি হইলেন ঘটনা ঘটানোর উস্তাদ। B-) যাই হোক অপু ভাই আপনি ভালা পুলা সাবধান থাইকেন B-))

০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৪

অপু তানভীর বলেছেন: আমরা ছিলাম না সাথে ! পড়লেও সমস্যা হইতো না ! ;);)

৯| ০৯ ই মে, ২০১৪ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: তবুও ভালো আমি যেইখানে থাকি কইন্যা সেইখানকার দোতলাতেই থাকে। নইলে এই যাত্রায় কা_ভা ভাইয়ের সাথে সাথে আপ্নেরাও দৌড়ানি খাইতেন। খবরে প্রকাশ অনেকেই নাকি কা_ভা ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে প্রতিজ্ঞা করেছে কা_ভা ভাইয়ের সাথে কোনদিকে যাওয়া আর না। যাইক এইসব বইলা আর কা_ভা ভাইয়ের ইমেজ সংকট তৈরী করতে চাইনা। কা_ভা ভাই থাকুক, থাকুক ঢাকা শহরের সব কন্যরা আর কন্যাদের সাথে কন্যার বাপ ও কন্যার বাপের লাঠি।

০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: কা_ভা ভাই থাকুক, থাকুক ঢাকা শহরের সব কন্যরা আর কন্যাদের সাথে কন্যার বাপ ও কন্যার বাপের লাঠি।

=p~ =p~ =p~ =p~

১০| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহা পড়ে আনন্দ পেলাম!

০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: হাহাহা !!

:):):):)

১১| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

গৃহ বন্দিনী বলেছেন: আচ্ছা আপনার সব প্রেম কাহিনী সম্ভাব্য হয় কেন ?

১০ ই মে, ২০১৪ রাত ১২:৪৯

অপু তানভীর বলেছেন: কে বলেছে সম্ভাব্য হয় ?

আমি কম করে হলেও ৩৫০ এর উপরে প্রেম কাহিনী লিখছি ! তার ভিতর মাত্র গুটি কয়েক সম্ভাব্য প্রেমের গল্প !
বাকি সব সরাসরি প্রেমের গল্প :):):)

১২| ১০ ই মে, ২০১৪ রাত ১২:৫৬

গৃহ বন্দিনী বলেছেন: ও আচ্ছা তাইলে মনে হয় আমার চোখে কেবল সম্ভাব্য কাহিনী গুলাই পড়েছিল ।

১০ ই মে, ২০১৪ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: তা হইতে পারে :):):)

১৩| ১০ ই মে, ২০১৪ রাত ৮:২৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: খিক খিক খিক!!!!! =p~ =p~ =p~

১০ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

১৪| ১০ ই মে, ২০১৪ রাত ৯:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা ! মজা পেলাম । =p~

১০ ই মে, ২০১৪ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৫| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:২৬

রায়ান ঋদ্ধ বলেছেন: একটা কা_ভা পরিবহন চালু করার আবশ্যকতা অনুভব করিতেছি! সামু থেকে উদ্যোগ নেয়া হোক! গল্প মনে হয় অভাব হইবো না! ;)

১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: কথা সত্য ;)

=p~ =p~ =p~

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.