| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিনাকে ধন্যবাদ জোড় করে ১১ বৎসর ক্ষমতায় থাকার জন্য
২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় ছিল এবং এটা করার জন্য তারা ধন্যবাদ পাওয়ার পাত্র । শেখ হাসিনা বলেছিল, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে, তাহোলে দেশ আফগানিস্তান হয়ে যাবে , যার প্রমাণ জাতি এখন পেয়ে গেছে ।
যদি ২০১৩ সালে আওয়ামী লীগ হেরে যেত তাহোলে -- কোন যুদ্ধ অপরাধির বিচার হোত না , সবাই ছাড়া পেয়ে যেত , তখন ই ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়া হোত ঠিক অগাস্ট ২০২৪ পর থেকে আজ যা হচ্ছে, সেগুলোর মত এবং ২০১৩ সালে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসতো তাহোলে দেশের আবস্থা আজে বর্তমান আফগানিস্থানের পর্যায় চলে যেত । তারাও লক্ষ কোটি টাকা চুরি চামারি করতো , সব ধরনের ফ্যাসিস্ট কার্য ক্রম করে দেশের অর্থনীতির ১৪ টা বাজাত । ২০২৫ সালে বাংলাদেশ থাকতো দু:নীতিতে ১ নম্বরে, ফরেন রিজার্ভ থাকত ৪ বা ৫ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ হোত পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ ।
হাসিনা সরকারের সময় ও চুরিচামারি অপকর্ম হয়েছে কিন্তু তারা দেশকে দু:নীতিতে ১৬ তম স্থানে নিয়ে গিয়েছিল, ফরেন রিজার্ভ নিয়ে গিয়েছিল ৪৯ বিলিয়ন ডলার । সুতরাং জোড় করে ১১ বৎসর ক্ষমতায় থাকার জন্য -- ১১ বৎসর তালেবানিকরনকে ঠেকিয়ে রেখে দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছিল আওয়ামী লীগ ।
দেশের এই উন্নয়ন হোত না যদি না ১১ বৎসর আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় না থাকতো । তাই সাধুবাদ জানাই শেখ হাসিনাকে ।
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৬
এ আর ১৫ বলেছেন: যদি বিএনপি মুক্তিযুদ্ধের ভাব ধারা দল হোত , তাহোলে এমন অবস্থা হোত না , যেই ক্ষমতায় থাকতো সেই দল দেশের স্বার্থের পক্ষে থাকতো, এমন রাজনৈতিক পরিবেশ থাকলে প্রকৃত গণতন্ত্রের চর্চা হোত । যে দেশে গণতন্ত্র সফল, সে সকল দেশে সরকারি বা বিরোধী দল দেশের স্বার্থের পক্ষে ।
ধর্ম নিরপেক্ষ পন্থির বিপরীতে তালেবান পন্থির সহ অবস্থান সুখের হয় না । যার প্রমাণ বাংলাদেশ ।
২|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
ধূসর সন্ধ্যা বলেছেন: দেশের ঋণ ২৩ বিলিয়ন ডলার থেকে ৯৯ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য খুনী হাসিনাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
রিজার্ভ ৪৯ বিলিয়নে নিয়ে গিয়ে আবার যে ২১ বিলিয়নে নিয়ে এসেছে সেটা বলতে ভুইলেন না। প্রতিবছর ১৭ বিলিয়ন ডলার পাচার করছে সেইটাও বলতে ভুইলেন না। এরজন্য ধন্যবাদ দিতে ভুলবেন না।
তিনটা নির্বাচনে দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে ১০ বছর অবৈধ ভাবে দেশের ক্ষমতা ধরে রাখার জন্য খুনী হাসিনাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
অফ টপিকঃ এক আফগান কারেন্সী = ১.৮৫ টাকা
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫০
এ আর ১৫ বলেছেন: দেশের ঋণ ২৩ বিলিয়ন ডলার থেকে ৯৯ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য খুনী হাসিনাকে ধন্যবাদ দিতে ভুলবেন না
৯৯ বিলিয়ন লোন পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল দেশের অর্থনীতির যোগ্যতা বাড়ানোর জন্য , সে যোগ্যতা না থাকলে কি কেও ধার দিত । যে সব প্রোজেক্টের জন্য ধার নিয়েছিল, ঐ সব প্রোজেক্ট শেষ হয়ে উৎপাদনের জন্য যে আয় হোত সে আয় দিয়ে ধার শোধ করা হোত।
রিজার্ভ ৪৯ বিলিয়নে নিয়ে গিয়ে আবার যে ২১ বিলিয়নে নিয়ে এসেছে সেটা বলতে ভুইলেন না।
জী না রোজার্ভ ৪৯ থেকে ৩০ বিলিয়নে এসেছিল -- এর জন্য দা্য়ি কোভিড চলাকালিন এবং পরবর্তি বিশ্ব অর্থনীতির মন্দা । বহু দেশ দেউলিয়া হয়ে গিয়েছিল , পাকিস্থানের রিজার্ভ ১ বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল কিন্তু ঐ অবস্থায় দেশের অর্থনীতি বুক ফুলিয়ে ছিল ।
প্রতিবছর ১৭ বিলিয়ন ডলার পাচার করছে সেইটাও বলতে ভুইলেন না।
দেশের বাজেট শেষের দিকে প্রতি বৎসর যেখানে ৭/৮ বিলিয়ন সেখানে ১৭ বিলিয়ন প্রতি বৎসর পাচার হয় কি করে ? আগে প্রতি বৎসরের বাজেট আরো কম ছিল ।
অফ টপিকঃ এক আফগান কারেন্সী = ১.৮৫ টাকা
এখন তো সেটা হবেই , যদি আফগান অভিমুখি বাংলাদেশ হয় । হয়ত আফগানিস্থানের চেয়ে নীচে চলে যাবে বাংলাদেশ ।
৩|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ না থাকাতে দেশে এখন বিশৃংখলা।
শেখ হাসিনা নাই বলেই আজ এই বিশৃংখলা। দারুন ভাবে এই সমস্ত জংগীদের দমিয়ে রেখেছিলেন। ইউনুস এসে জঙ্গীদের উন্মুক্ত করে দিয়েছে। তাই আজ এতো বিশৃংখলা।
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭
এ আর ১৫ বলেছেন: জাতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে , ধন্যবাদ ।
৪|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১১
কলাবাগান১ বলেছেন: গতকালের শাহবাগের মশাল মিছিল এর আকার দেখে মনে হচ্ছে সাধারন মানুষ আস্তে আস্তে ঠের পাচ্ছে এই 'মব' শিবির/জামাত এর উৎপাত
৫|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়ে গেছেন । বাংলাদেশের উপর কিয়ামত আসলেও উহাকে আর দরকার নেই ।
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮
এ আর ১৫ বলেছেন: সেই কারনে ১৬ বৎসর দেশ তালেবানি করন থেকে রক্ষা পেয়েছিল , দেশের রিজার্ভ ৪৯ বিলিয়ন ডলার হয়ে গেছিল, দু:নীতিতে ১ থেকে ১৬তে গেল । ১২টা বাজালে কি এই চিত্র হয় ?
২০২৪ এ আওয়ামী লীগের পতনের পর দেশের যে আবস্থা হয়েছিল , ঠিক তেমনি হোত ২০১৩ সালে যদি আওয়ামী লীগ ক্ষমতায় টিকে না থাকতো এবং ২০২৫ সাল নাগাদ আফগানিস্থানকে ছাড়িয়ে যেত ।
ইউনুস এখন যেখানে দেশকে নিয়ে গেছে বিগত ১৬ বৎসর দেশের অবস্থা এত খারাপ ছিল না ।
৬|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩
মাথা পাগলা বলেছেন: বড় ঋণ পেতে হলে যোগ্যতা লাগে। আগে ২৩ বিলিয়ন ঋণ পেয়েছিলো পরে দেশের উন্নতি দেখিয়ে ৯৯ বিলিয়ন ঋণ পেয়েছে। এগুলা সাধারন বাচ্চারা বুঝলেও পিনাকি-ইলিয়াসের স্টুডেন্টরা বুঝবে না। লীগের অপকর্ম আছে ঠিকই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে দেশের উণ্ণতি হয়েছে এটা অস্বীকার করার কোন উপায় নাই।
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০২
এ আর ১৫ বলেছেন: সত্যি বলতে কি ইউনুসকে কেহ কোন ঋণ দেয় নি বিগত ১৬ মাস এবং কোন বৈদেশিক বিনিয়োগ দেশে আসেনি । হাসিনার করে যাওয়া ফসল তারা ভাংগিয়ে খাচ্ছে। এই ফসল বেশি দিন থাকবে না , শেষ হয়ে যাবে । গার্মেন্টস সহ অন্য সব সেক্টরে ধবস নেমে গেছে । রিজার্ভ কমে আসছে ।
৭|
২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা হলাম হুজুগে বাঙ্গালী
তার মাঝে ডুকে পড়েছে
আফগানী, পাকি ও হিন্দুয়ানী ।
আমরা হয় হিন্দি গান শুনি
না হয়, পাকি জলসা বসাই
এরপর যদি , রোহিংগারা শাসন
শুরু করে , অবাক হবো না,
তোষামোদী লোকের অভাব হবে না,
.....................................................................
হায়রে ভীতু বাংগালী,
আবার তোরা মানুষ হ !
৮|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের চেয়ে ভালো দল বাংলাদেশে নাই।
৯|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
একজন নিষ্ঠাবান বলেছেন: রিজার্ভ তো বেড়েছে। ভুল অপতথ্য দেয়া ঠিক না।
১০|
৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হাসিনার বিরোধী মানুষ থাকবেন এটাই স্বাভাবিক।
তবে তাদের সব কথা সত্য হবে বিষয়টা এমন নয়।
১১|
৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: জোর যার মুল্লুক তার। দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে।
১২|
৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফুলহাতা ভারতীয় দালাল দাদা এতো মিথ্যা তথ্য দিয়ে আর ভারতের দলদাসী হাসিনা ফিরবেনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৮
আমি নই বলেছেন: দেশটা কারো একার না। দেশের মানুষ চেয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছর। দেশের মানুষ চেয়েছিল বলেই শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। দেশের মানুষ চাইলে আফগানিস্তান বা ভারত হবে অথবা আরো শক্তিশালী বাংলাদেশ হবে। জোর করে ক্ষমতা রাখবে কেন??
কোনো নেতার ভুলে যাওয়া উচিৎ নয়, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগন, এবং জনগন যা চাইবে তাই হবে বা হওয়া উচিৎ।