| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কথার শেষ নেই, নেই গল্পেরও
কথার মারপ্যাঁচে
কখনো তোমার সাথে পেরে উঠি না
জব্দ হয়ে যাই।
আমার সহজিয়া কথার খসড়া
তোমার চোখে কেমন যেন
সত্য-বিবৃতি এলোমেলো হয়ে যায়।
মিথ্যে রপ্ত তেমন একটা নেই।
প্রেমে পড়লে কি আর সত্য কথা বলা যায় সবসময়!
একটাকে ঢাকতে গিয়ে আরো দশটা শব্দ
তৈরি হয় অটোমেশিনে।
অনিন্দিতা,
আমি হেরে যেতে থাকি বারে বারে
শুধু তোমারই কাছে
আরাধ্য কামনা আমার তুমি জয়ী হও,
তোমার প্রেম জয়ী হোক।
----
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯
বার্তা বাহক বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর আবেগের বহিঃপ্রকাশ , ভাল লাগল।