| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সামহোয়্যারইন ব্লগ তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। বহু দশক জুড়ে সক্রিয় রাজনীতিতে তাঁর ভূমিকা, নেতৃত্ব এবং সময়ের নানা উত্থান–পতন বাংলাদেশের রাজনৈতিক ধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি ছিলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু।
মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও, একটি দেশের রাজনৈতিক ইতিহাসে যার উপস্থিতি অনস্বীকার্য, তাঁর প্রয়াণ নিঃসন্দেহে একটি শূন্যতা তৈরি করে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
২|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
এ পথের পথিক বলেছেন: আল্লাহ উনাকে ক্ষমা করুন । আমিন ।
বিষয় ভিত্তিক ব্লগে "জুলাই ২০২৪" যুক্ত করার জন্য অনুরোধ করছি । সেসময়ের অনেকের লেখা আছে, স্মৃতিগুলো সংরক্ষন করার অনুরোধ করছি ।
শরিফ ওসমান হাদিকে নিয়ে এরকম কার্ড দিলে খুশি হতাম যাইহোক আপনারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন আমার করা অনুরোধ বিবেচনায় নিবেন ।
৩|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০০
নজসু বলেছেন:
মহান রব্বুল আলামিন উনাকে জান্নাত নসীব করুন। আমিন।
৪|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫
কিরকুট বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি ।
৫|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনার মত ইভিল ন্যাচারের মানুষরূপী শয়তানের প্রতিপক্ষ হয়ে দৃঢ় চেতনা নিয়ে রাজনীতির ময়দানে টিকে থাকা এবং দীর্ঘদিন ধরে শয়াতানী আওয়ামী বিরোধী চেতনার নেতৃত্ব দেয়া তার আপোষহীন মনোভাবের প্রকাশ।
৬|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯
সামছুল আলম কচি বলেছেন: এতটুকু লেখায়, প্রয়াণ বানান টি-তে ন ও ণ দুইটি অক্ষর-ই ব্যবহৃত হয়েছে !! বাদ দেই এসব বাংলা বানানের ত্রুটির কথা।
কিন্তু সামহোয়ার ইন ব্লগ আরবী-
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) কে যেভাবে বাংলায় লিখেছে তা কি সম্পাদনা ত্রুটি নাকি ইচ্ছে করেই করা ??!! অবাক লাগে এদের এত নিম্নমানের পারফরমেন্স দেখে !!! -ইন্না লিল্লাহি-কে এরা লিখেছে- ইন্না নিল্লাহি !!! ল এর স্থলে ন কে টেনে এনেছে আর বাংলা অক্ষরগুলো একসাথে জুরে দিয়ে এ আয়াত এর প্রকৃত উচ্চারনকে দারুনভাবে অবহেলা করেছে !!! মুসলমানদের এত গুরুত্বপূর্ণ কোরআন এর একটি আয়াত-কে বাংলা উচ্চারনে এভাবে বিকৃত করে লেখার বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সংশোধন করতে বলছি !!!
৭|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২২
বাজ ৩ বলেছেন: আল্লাহ তায়ালা তার ভালো কাজগুলোর পুরুষ্কার দিন আর খারাপকাজগুলো মাফ করুন।আমিন
৮|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৫
এইচ এন নার্গিস বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন
৯|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
জিনাত নাজিয়া বলেছেন: আপোষহীন এক নক্ষত্রের বিদায়। আল্লাহ বেহেশত নসিব করুন আমিন।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৫
আমি নই বলেছেন: বাংলাদেশের ইতিহাসের সেরা প্রধানমন্ত্রী ছিলেন।