| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আবৃত্তির লিং-
কয়লা ধুলেই কি ময়লা যায়?
তবু দেখছি তুলসীপাতার মনোভাব;
তার থেকে বরং নর্দমায় ভাল!
জল একই স্রোতে ভাসে- ভাসতে ভাসতে একদিন
দুর্গন্ধ শেষ হয়। অথচ এই কয়লা
তুলসীপাতার মনোভাব কতোই না রূপ বর্তন...
আবৃত্তির লিং-
একটা খেলা সবে মাত্র শেষ হলো!
রেফারির বাঁশিতে ফুঁ ধরলো সবে,গোলপোস্ট ফাঁকা
গোলকিপার আসবে কি জানি না? অথচ
বিপরীত মুখি ভয়ঙ্কর স্টাইকার গোল করেই যাচ্ছে;
এভাবে আর কতদিন খেলার মাঠ যে ধ্বংসের
মুখোমুখি...
আবৃত্তির লিং-
দেহের ভাজে উত্তাপ বয়েই চলছে
কখনো কালো মেঘ, কৃষ্ণচূড়ার মাঠ কিংবা
শিমুল ঝরার ক্ষণ! তবু উত্তাপের গন্ধ
ফুরাচ্ছে না- গন্ধ পাচ্ছি বেশ- রাত, দুপুর, সন্ধ্যা!
অথচ শীতল মাটির কিছু যায়- আসে না,
এ...
আবৃত্তির লিং -
বৈচিত্র ময় রাতে কবিতার ক্রন্দন নেই
আর্তনাদ শুধু মেঘের দোসর জল বয়;
দেখো- চোখের ভিতর বালুচর- আর
থৈ-থৈ জল ঢেউ খেলা বুকের কিরা নায়;
ডুবে যাচ্ছে- যাচ্ছে...
আবৃত্তির লিং -
দু\'পায়ের দৌড় দেখে, খুব সুখ মনে হয়
উন্নতির কথা শুনে কষ্ট চোখে জল বয়
বুঝবে কে ধূলি বালি, না আপন দোসর;
অশ্রু জল দেখো, মাটির বুকে লেখা আছে-
প্রতারণা, ছলনার অনলে মন...
আবৃত্তির লিং-
পরগাছা বড়ই গাছে আবার নতুন স্বপ্ন-
নতুন আশা যেনো টক টক ঝক ঝক করছে!
কতটুকু বা জোর করে পাওয়া যায় ভালবাসা
জৈষ্ঠ্যমধু কণ্ঠে আর কত বার পিপাসা...
আবৃত্তির লিং-
ভাষা মানে মা!
মায়ের মুখে বাবা ডাক
শুনার আকুতি;
তার জন্যে যত রক্ত গেলো
রফিক,সফিক, সালাম
বরকত জব্বার আরও কত
নাম না জানা শহীদ;
তাঁদের বুকে দাগ লেগে আছে
বাংলা বলার রক্ত মাখা মা
জনম...
আবৃত্তির লিং-
বেহুদা প্রেম, বড়ই ছলচাথর-
আত্মার সংগোপনে বিব্রতবোধ করে না;
রাতে সরিষা ফুল ফুটানোর গল্প
অতীতই রয়ে গেলো অথচ নতুন অধ্যায়ের
সূচনা শুধু চার ছক্কার বাউন্ডারি...
আবৃত্তির লিং-
ফাল্গুনের অনল রঙ আকাশের গায়ে দেখি!
এক কোকিলের গান শুনি- তবু মন ভরে না,
একমুঠো মাটির দিকে তাকালে ধূসর মনে হয়;
সব ফুলের গন্ধ যেনো বোতলের মধ্যে বন্ধ।
অথচ বাতাসে হিম শীতল ঠান্ডা...
আবৃত্তির লিং-
রাত এলেই ভুলে যাই-
মরণ ও সোনালি ফাল্গুনের মাঠ!
তারপর ঘুম লাশের মতো
স্বপ্ন দেখা বিষাদের জল-
ভোরের স্নিগ্ধ শিশির জমানো
প্রণয়ের এক চিমটি হাসি;
তারপর সূর্য স্নান দুপুরের ক্লান্তিময়
তবু আসমান কাঁদা কাঁদা চোখ-
মাটির...
আবৃত্তির লিং-
দু’চোখে দেখছো সব
বলার কিছু থাকলে বলো;
দুঃখ আবেগ চাঁদের সাথে
করে নিয়ে স্নান; তাতেই
সান্ত্বনা পাবে দুর্বাঘাসের প্রাণ!
নিশ্বাসে গন্ধ যদি পাও কোন
বাতাসের গায়ে অনুভূতির-
হাম নিশ্বাসে...
আবৃত্তির লিং
বিশ্বাসের চোখে দাঁত ভাঙ্গা তর্ক
সবই দেখলাম, দু’হাত তুলে কি হবে?
ঈশ্বর নয় তো অন্যকেউ জানেন সবে-
আমি চতুর দোলা উত্তম নয় তো নরধম
বুঝলাম মেঘে মেঘে উড়ন্ত...
আবৃত্তির লিং-
কোন কিছুই ভাবতে পারছি না আজ-
মনে হয় কবিতার ছুটির দিন হয়েছে বুঝি!
রাত্রে প্রস্রাবের গন্ধ নেই অথচ পানির গন্ধ ভারি;
এভাবেই দুঃখ গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই-
এতটুকু প্রহর মাস বছর যুগ...
©somewhere in net ltd.