নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

মনুষ্যত্বের কাল

০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬


তোমার আত্মার মধ্যে কুকুর হিংসা
মনুষ্যত্ব নেই, হিংসা খেকো হায়না;
তবু দুঃখ নেই- অনুশোচনা নেই-
নেই যে ভয়ের লজ্জামুখি চেহারা;
অথচ কি করে পারলে আট আটা
প্রাণীর প্রাণ হত্যা? মায়ার বাতাস
সমগ্র অঙ্গে কলুষিত হয়ে যাচ্ছে-
তুমি...

মন্তব্য৩ টি রেটিং+১

এ বিজয়ে হাসি খুশি

০২ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৬


বিজয়ের সূর্যটা বার বারী ওঠে
কিন্তু স্বাধীনতা যেনো অন্ধকার
এক ঠোঁটে হাসা যায় না সত্য-
কেনো দুই ঠোঁটে হাসি না স্বচ্ছ?
বিজয়ের সূর্যটা বার বারী ওঠে-
আর কত বার নিজেকে ধোঁকা
দিবো- আউশ ধানের মতো; শুধু...

মন্তব্য৩ টি রেটিং+০

গোপন চৌকি

০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩২


আমরা জানি রাত হয়, দিন হয়-
কিন্তু নিঠুরতার পয়গাম হয় বুঝি না?
সেটা গোপন চৌকি কিংবা আয়না ঘর
তবু ক্ষমতার লোভ যে বড় ভয়ঙ্কর!
খুব সহজেই পাপকে মুছা যায় না-
এটাই সত্য- পাপ বাবাকেও...

মন্তব্য৩ টি রেটিং+০

স্বৈরাচারীতা

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭


যাদের চোখ বিবেক থাকতেও যে দলকানা
তারই যে হিংসা বিদ্বেষ ছড়ায় মিথ্যা বায়না
তাদের স্বার্থপরতা নিঠুর, মৃত্যুকেও হারমানায়
তারা শুধু সাদা কে কালো- কালো কে সাদা
করতে সদা প্রস্তুত; বলো কি লাভটা পাও ভাই,
কি...

মন্তব্য১০ টি রেটিং+২

দেশ মাকে বাঁচান প্রভু

২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২০


আমার খানিকটা আয়ু থেকে-
আরেকটুকু সময় দাও প্রভু-দাও-
কেনো না- সেতো দেশ মাতা;
সর্বমঙ্গল দেখেছিল এই জনসমুদ্র
দারিদ্র মুখের হাসি ফুটেছিলেন-
প্রভু এতটুকু সওয়াবের গুণে-
এতটুকু হায়াত দাও- যেনো এই
প্রান্তিকালে হাসি মুখে দেশের জন্য
শেষ...

মন্তব্য৭ টি রেটিং+০

পালঙ্কের দোশ্বাস

২৭ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬


অবশেষে বাসর ঘর নতুন চাঁদ ছুঁয়া
পূর্ণিমা যেনো ঝলমল করে ওঠে
পালঙ্কের দোশ্বাস- তারপর ভোর
সোনার উঠান জুড়ে ফুটে রজনীগন্ধা
গন্ধ ভাসে চারপাশ তিন ঠোঁটের হাসি
এই তো সংসার আলোই আলোকিত
জীবনের মূল্যায়ন এখন বাবার...

মন্তব্য৪ টি রেটিং+১

দুঃখ জল

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৩


তোমার দুঃখের নাম যদি হয়-
পদ্মা যমুনা; তালে পদ্মা, যমুনার
জলে ডুবে যাবো, হাত ভিজাবো
পদ্ম ফুলের পাপড়ি- কিংবা ঢেউ
তবু যদি শান্ত হও, পদ্মা- যমুনা;
দুঃখ বলে- রাখো না, রাক্ষসী-
বালুচর বলে- করো না, ভয়;...

মন্তব্য৩ টি রেটিং+১

শেষ জামানার শোকবাহ

২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭


এই তো দেহে রক্ত মাংস আছে
যাচ্ছে জামানা, বাতুল করে- করে
তবু ভেসে আছে মৃত্যুর শোকাহত-
দিনের কাঠপুড়া-বৃষ্টি ভেজা ক্ষণ;
তারপর জানবে না শেষ জামানা
কান্নার রোল মিছিলের প্রণয়- প্রণয়
অথচ কি করে থাকো সব কর্মকাণ্ড-
ঝরে...

মন্তব্য৪ টি রেটিং+১

কর্ম জ্ঞান

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪


রোদে পুড়া কথার আবেগ যেনো
পশু হয়ে যাচ্ছে, রক্তাক্ত উঠন;
জ্ঞানের আলোই দেখি দলকানা সব
বিশ্বাসের আম গোড়াই যেনো-
মুর্খ আবেগ মৃত্যুবরণ করছে;
কি ভাবে শ্রেষ্ঠত্ব দাবিদার করছি-
এই বাস্তবতায় হিমশীত হয়ে যাচ্ছি;
হিমালয় হারমানায়- তবু...

মন্তব্য৩ টি রেটিং+১

উষ্ণপাড়ার গা

২৩ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬


আমি আকাশ ছুঁইবো দিনে রাতে-
ঘুম পারবো হায় মাটিতে;
ঘাসফড়িং কথা কইবে
প্রিয় আর অপ্রিয় স্বজনে;
হিংসার পর্বতমালা আর হবে না
মনের আনন্দে- আকাশ ছুঁইবো;
হিমালয়ের স্মৃতিগুলি
পরে যদি মনে- উষ্ণপাড়ায় গা
ভাসিয়ে দিয় মনের শোকে-
ভেবে নিয়...

মন্তব্য২ টি রেটিং+০

জন্মের বাতিঘর

২০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০২


হাজার কোটি নভেম্বর যেনো
গন্ধ ছুড়ার মাস! কত বিখ্যাত
ফুলের জন্ম দিয়েছে নভেম্বর,
এক পাঁজর নিংড়ানো জানাই
শুভ জন্ম দিনে-রক্তিম শুভেচ্ছা!
তোমার এই মাসে জন্ম নিয়েছে-
গোলাপ, বকুল, রজনীগন্ধা আর
কত ফুল- আমরা সুগন্ধ নিচ্ছি;
ছড়াচ্ছি-তোমার জন্ম নেওয়াতেই
জ্বলবে...

মন্তব্য৬ টি রেটিং+০

ক্যান্সার চারপাশ

১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩১


করোনার মতো লগডাউন
শুরু হয়েছে- উনাদের, কি মজা;
উনারা এখন করোনা রোগী
মুখে ম্যাস্ক, মাথায় হেলমেট;
অন্তরে নীরব আফসোস-বাহ
অনুতপ্ত শুধু উনাদের ভয়- ভয়
এখন না হয় লগডাউন থাক
ঘর বন্দি- অনুতপ্তের আকাশ
ভরা মেঘের জল আর মনে...

মন্তব্য১ টি রেটিং+০

গঙ্গার জলে ব্যারেজ

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৮


এ দেশে গঙ্গার জল দেখা যাচ্ছে
তবু নীরব আগুন দাও দাও হচ্ছে;
অথচ অবোঝ বাঁচ্চার মতো বুঝলে
হবে না,ফারাক্কার মতো ভাবতে হবে
এখন ব্যারেজ দেওয়া হবে শক্ত করে
ভাইরা কোন বন্যা নিয়ে আসবে না
দেশপ্রেমের...

মন্তব্য৬ টি রেটিং+১

এটাই বুঝে

১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৯


দলকানা লোকে ঘোড়ার ডিমের ছাল-
আফসোসটা ঝিলিক মারে-জানো কেউ-
অদ্ভুত শুধু চাঁদের দিকে- তারারা হাসে;
ঐ যে লজ্জার তুলসীপাতাটা এখন অবাক-
কি হতে যাচ্ছে, বির্তক মুখে- দুই, তিন, চারটা
লাশের রক্তাক্ত কিছু না-দলকানা এটাই...

মন্তব্য৬ টি রেটিং+০

শহর অফিস

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭


আজকাল পাখিদের হাঁটুর উপরে
কাপড় থাকতে পছন্দ করছে-
অন্য দিকে সদায় ফঁক ফঁকা
মিষ্টি কম- তবু পাখিরা আনন্দ
কারণ তারা শৈশব খুঁজে পায়;
আমার কিন্তু লজ্জাটা অনেক বড়
ঐ যে পাঁচতলা বিল্ডিংর মতো-
অথচ হাঁস বলে...

মন্তব্য৩ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.