| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলেইবা কি আর হতো বলো!
তোমার জ্বরে পুড়ছো তুমি সাধ্য কিইবা ছিলো?
জ্বরের তাপে পুড়ছে শরীর কাঁপছে দেহখানি;
হৃদয় জ্বরে সব পুড়েছে কি তীব্র ঝাঁকুনি !!
নাহয় আমি এলাম কাছে,
মাথায় দিলাম হাত; সত্যি বলো
ক্যামনে থাকি আমি নিরুত্তাপ!
জ্বরে তুমি জর্জরিত নানা সমস্যা
আমি শুধু তোমায় বুঝি; কেমন হল তা
আমি হীনা তোমার জীবন হয়েছে যে ক্ষত,
বুঝলেনাতো ভালোবাসা আমিও তোমার মত !!!

©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৯
কবি নজরুলের ছাত্র বলেছেন: অসাধারণ, খুব ভাল লাগলো।