নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

খালেদার ১টি প্ল্যান ছিলো, মহা-ডাকাতের ১টি প্ল্যান আছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৩



২০১৪ সালের ভোটের আগে খালাদা বলেছিলো যে, তার কাছে ১টা প্ল্যান আছে, যা ১ বছরের মাঝে বেকার সমস্যা ও বিদ্যুৎ সমস্যার সমাধান করে দিবে। তিনি প্ল্যানটি প্রকাশ করেননি, শর্ত দিয়েছিলেন যে, ভোটে জয়ী হলে বলবেন। উনাকে আওয়ামী লীগের লোকজন সাভারে জনসভা করতে বাধা দেয়; তিনি ভোটে অংশ গ্রহন করেননি; উনার প্ল্যান সেখানেই শেষ।

এখন উনার ছেলে, আমাদের জাতীয়-ডাকাত বলছে যে, উহার কাছে ১টি প্ল্যান আছে; এখনো প্রকাশ করছে না; দুতাবাস ও মিলিটারী উনাকে বিজয়ী ঘোষণা করলে হয়তো উনি উনার প্ল্যানটি জাতির সামনে বলবেন। নাকি মায়ের মতো, উনি বলার সুযোগ পাবেন না।

উনার প্ল্যান নিয়ে আমাদের "আইডিয়ার থিংক ট্যাংক, সত্যপথিক" যদি কোন আইডিয়া দিতে পারতেন, তা'হলে কমপক্ষে আমার ধারণাটা একটু বাড়তো।

মহা-ডাকাত যদি সত্যপথিকের পোষ্ট পড়ে, তা'হলে প্ল্যানটা হতে পারে, সৌদী আরবে "আলু রপ্তানী"। আর মহা-ডাকাত যদি না'হল তারকারীর পাঠক হয়ে থাকে, প্ল্যানটা হতে পারে মহা-ডাকাত মতিঝিলে নতুন টাকার নোট বিক্রয় করবে। বাংলাদেশে নতুন টাকার নোট এখন থেকে কারা সাপ্লাই দিবে? পাকিস্তান।



মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সাধারণ মানুষের ও একটি প্ল্যান আছে।
পেটের আহার জোগাড় করতে পরদেশে কামলা দিতে যাওয়া।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

জেন একাত্তর বলেছেন:



বউ ও পরিবার পেছনে ফেলে, ৪/৫ কোটী বাংগালী পরবাসে যেতে বাধ্য হয়েছে ব্যুরোক্রেট, মিলিটারী ও রাজনৈতিক দলের ডাকাতদের ডাকাতির ফলে, ডাকাত-সর্দার তারেক ও ৪০ ডাকাতের কারণে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

নূর আলম হিরণ বলেছেন: রাজনীতিবিদরা এমন অস্পষ্ট ও অর্ধেক প্ল্যানের কথা ভোটারকে শোনায় না। এতে ভোটাররা ভরসা পায় না। এমনিতেই আমাদের ভাইয়ের উপরে মানুষের ভরসা অনেক কম।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

জেন একাত্তর বলেছেন:



জল্লাদ জিয়ার বাচ্ছা, জাতীয় ডাকাত ১ বার মিলিটারীর লাথি খেয়ে ১৭ বছর পালিয়ে ছিলো; এবার কি হয়, সেটা দেখবে জাতি অল্প সময়ের মাঝে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারেক জিয়ার বর্তমান ব্যক্তিগত উপদেষ্টা কারা
আপনি তাদের সর্ম্পকে আপনি কিছু বলবেন কি ???

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

জেন একাত্তর বলেছেন:




আমি জানি না; তবে, তার মুলশক্তি পাকিস্তানের মিলিটারী ইনটেলিজেন্স; পাকী প্রাইম মিনিষ্টার ও আইএসআই তাকে এবার বাংলাদেশে এনেছে। যেসব বাংগালী মিলিটারী অফিসারদের ভয়ে তারেক বাংলাদেশে আসছিলো না, সেসব অফিসারকে ইউনুস সরকার জেলে আটকায়েছে মিথ্যা অপবাদ দিয়ে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার উপরের সব কমেন্ট মুছে দিন, প্লিজ।

আমি দুঃখিত।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

জেন একাত্তর বলেছেন:




ঠিক আছে, মুছে দিয়েছি।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বুঝতে পারছি, আপনি মানুষটা কোন কারণে খুব চাপে আছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জেন একাত্তর বলেছেন:




জাতীর এই ভয়ংকর অবস্হায় সবাই চাপে থাকার কথা

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম আজ জামাতে যোগ দিয়েছেন। :-B। মুক্তিযোদ্ধারা খরিদযোগ্য হয়ে যাচ্ছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪০

জেন একাত্তর বলেছেন:



সেই লোকটা মুক্তিযোদ্ধা হতে পারে না।

আমি কিছু সময় নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে যেতাম; পরে দেখলাম যে, প্রায় শ;খনােকের মাঝে ১ জন ( ১ জন প্রাক্তন ইপিআর ) মুক্তিযো্দ্ধা। ওখানে আর যাই না।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম আজ জামাতে যোগ দিয়েছেন।
............................................................................................................
যদি মেজর আখতারুজ্জামানের মতো লোক এসব করে
মানুষের মন ভেঙ্গে দিয়েছেন ।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪১

জেন একাত্তর বলেছেন:


এখন প্রতি ৮ জনে ১ জন আসল মুক্তিযোদ্ধা আছেন হয়তো।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: এবার বিএনপি ক্ষমতায় এলে অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে ফেলবে।
কথাটা মিলিয়ে দেইখেন। কিন্তু দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। সেই টেকনিক তাদের জানা আছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২

জেন একাত্তর বলেছেন:




বিএনপি'তে যারা আছে এরা পাকিস্তানে বিশ্বাসী, চোর-ডাকাত।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: গত ১৬ বছর বিএনপি রাজনীতি শিখেছে আওয়ামীলীগের কাছ থেকে। ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যে ভুল গুলো করেছে, এবার তারা সেই ভুল আর করবে না।


এদিকে উপদেষ্টা নাহিদের প্রধানমন্ত্রী হওয়ার শখ। অন্যদিকে ভিপি নুরু প্রধানমন্ত্রী হতে চায়। ২/৩ বছর আগে ভিপি নূর মধ্যপ্রাচ্যের এক দেশে গেছে, সেখানে লোকজন তার পরিচয় দিচ্ছিলো- বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী নুরু।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৪

জেন একাত্তর বলেছেন:



বিএনপি'র সবাই তারেকের দিকে তাকিয়ে আছে, ডাকাতী ককখন শুরু হবে! বিএনপি'র সবাই সবাইকে চোর-ডাকাত হিসেবে সন্মান করে।

দেখা যাক, আমেরিকান দুতাবাস ও সেনাবাহিনী এনসিপি'কে কি করে।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ইলেকশনে জিতলেও চাপে থাকবে । পিনাকি-ইলিয়াস মব করিয়ে একদিনে বিএনপিকে সাইডলাইনের বাইরে পাঠিয়ে দিবে । আওয়ামি লিগের ৪০০ activist দিনরাত কাজ করে জামাতের পপুলারিটি কমিয়ে দিয়েছে । এরা বিএনপিকে ছাড় দিবে না ।

মিডিয়া বিএনপিকে তুলোধুনো করবে। এখন তো সোশাল মিডিয়ায় লিখতে পারলেই ফলোয়ার পাওয়া যায় । জামাতের ১০ হাজার activist বিএনপিকে সাইজের উপর রাখছে । যদি মনে করেন যে জামাত কে কয়টা সিট দিয়ে দমিয়ে রাখবে এটা মিসটেক । জামাতের আলাদা এজেনডা আছে এবারই বুঝা গেছে । উপরে উপরে ভালো দেখালেও বিএনপিকে তারা পিছনে বাশ দিবে ।

বিএনপি এবার ১৯৯১ সালের মতো কোনোমতে টেনেটুনে চালিয়ে নিয়ে যাবে । সবাই এটাই মনে করছে ।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯

জেন একাত্তর বলেছেন:




বিএনপি'কে মিলটারী ক্ষমতা দিবে; বিএনপি ক্ষমতায় আসার পর, আওয়ামী লীগের উদয় হবে। শুরুতে আওয়ামী লীগ তেমন কিছু করতে পারবে না; আওয়ামী লীগ দাঁড়ানোর সামান্য যায়গা পেলে, দেশ অচল হয়ে যাবে।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৫

সৈয়দ কুতুব বলেছেন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ডিডাব্লিউকে বলেন : মৌলবাদীদের সঙ্গে তারেকের একটা লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হবে। সেখানে তারেক কী করেন, সেটা দেখার। তার জন্য প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে।''

এবার পাগলা গুলো তারেক রহমানকেও মানবে বলে মনে হয় না। এদের অবাধ সুযোগ দিয়ে দিয়েছেন ইউনুস সাহেব । এরকম তারা আগে কোনোদিন ফিল করেনি ।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩২

জেন একাত্তর বলেছেন:




ইউনুসের জল্লাদেরা নিজের থেকে থেমে যাবে, যা ডাকাতী করেছে সুলো নিয়ে পালাতে চেষ্টা করবে। আোয়ামী লীগ মাথে যায়গা করতে পারলে, শিবিরের বাবা পাকিস্তান খুব একটা সাহায্য করতে পারবে বলে মনে হয় না।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: তবে একথা সত্য তারেক জিয়া অনেক কৌশলী হয়েছেন। হয়তো কিছুটা রাজনীতিও শিখেছেন।
উনি হাদির কথা বললেন। কিন্তু একবারও শেখ হাসিনা বা আওয়ামীলীগের নাম মুখে নেন নাই।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৪

জেন একাত্তর বলেছেন:



বিএনপি'র কর্মীরা তারেকের সাথে মিলে রাজনীতি করার জন্য অপেক্ষা করছে, নাকি সর্দারের অধীনে বড় কোপ মারার জন্য রেডী?

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন:



তিনি যদি আমার লেখা কিংবা সামুতে পড়ে থাকা মন্তব্য সমুহ পাঠ করেন তবে জানতে পারবেন
রাজনীতিতে সংস্লিস্ট কারো জন্য পরিকল্পনার স্তরগুলি কি কি হতে পারে :-
প্রথমেই ভিত্তি তৈরি করবেন: জনগণের সাথে যোগাযোগ, বিশ্বাসযোগ্যতা গড়া, সামাজিক কাজ ও জনপ্রিয়তা বৃদ্ধি
দলীয় অবস্থান শক্ত করা: দলের সমর্থন পাওয়া, নেতৃত্বের কাছের হওয়া, দলীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া
রাজনৈতিক প্রভাব বিস্তার: সমর্থক নেটওয়ার্ক তৈরি, জোট বা জোটসঙ্গী গঠন, মিডিয়া ইমেজ শক্ত করা
নির্বাচনী প্রস্তুতি: প্রচার কৌশল, অর্থ ও জনবল সংগঠিত করা, নীতি ও প্রতিশ্রুতি পরিষ্কার করা
ক্ষমতায় পৌঁছানো: নির্বাচন জয়, দল ও জনগণের সমর্থন ধরে রাখা
শীর্ষ পদে আরোহণ: দক্ষতা প্রমাণ, গ্রহণযোগ্য নেতৃত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা

আর শীর্ষ পদে আরোহনের পর তার পরিকল্পনা হবে :-
রাষ্ট্র পরিচালনার স্থিতিশীলতা নিশ্চিত করা: প্রশাসন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা শক্ত করা, নীতির ধারাবাহিকতা বজায় রাখা
দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ: দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের জন্য দিকনির্দেশনা দেওয়া
কার্যকর নীতি বাস্তবায়ন: বাস্তবসম্মত কর্মপরিকল্পনা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা
জনসম্পৃক্ততা বজায় রাখা: জনগণের মতামত শোনা, স্বচ্ছ যোগাযোগ রাখা, আস্থা ধরে রাখা
আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করা: কূটনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
সংকট ব্যবস্থাপনা ও সংস্কার: অর্থনৈতিক বা রাজনৈতিক যে কোনো সংকটে দৃঢ় সিদ্ধান্ত, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম
উত্তরাধিকার ও প্রতিষ্ঠান শক্তিশালী করা

এখনকার রাজণীতিতে সংস্লিস্ট সকলের মাঝেই প্রকাশ্যে দুটি পরিকল্পনা লক্ষ্য গোচর হয়
য্রথমটি হলো ক্ষমতার শীর্ষপদে আরোহন
দ্বিতিয়টি হল শীর্ষ পদে যাওয়ার ক্ষমতার রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার কুক্ষিগত করণ ।

যাহোক আসল পরিকল্পনা দেখার অপেক্ষায় রইলাম

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৬

জেন একাত্তর বলেছেন:



আপনি মনে হয়, নিজামুদ্দীন আওলিয়ার রূপকথা শুনেছেন; তাতে আপনি ধরে নিয়েছেন যে, আমাদের জাতীয়-ডাকাত তারেকও নিজামুদ্দীন আওলিয়া হয়ে গেছে! সেই ইডিয়ট লন্ডনে বসে গত ১৪ বছর ডাকাতী চালায়েছে বাংলাদেশে নিজের দলকে ব্যবহার করে।

ওর মা ও ১৪ গোষ্ঠী ডাকাত; ওর বাবা শেখ ও তাজউদ্দিনকে হত্যা করেছিলো; আপনি লন্ডন গিয়ে স্মৃতিশক্তি হারায়েছেন?

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৩

ডঃ এম এ আলী বলেছেন:




উল্টা পাল্টা না লিখে মন্তব্যের সারকথা শেষ ৩ টি লাইন আবার মগজ খাটিয়ে পড়েন ।
সেখানে কিছু শব্দ উয্য রেভে মাত্র ২ টি প্লানের কথা বলা হয়েছে (১)কারো তৈরী করা ক্ষমতায় আরোহন
পরে (২) ক্ষমতা দখল করে জন্মসুত্রে উত্তরাধিকারের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করন ।

তার উপরের কথাগুলি জেরারেলাইজড, রাজনীতির পাঠ নেয়াদের জন্য বই আর কিছু নয় ।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪২

জেন একাত্তর বলেছেন:



আমাদের সংসদীয় এলাকা থেকে বিএনপি নমিনেশন যেই লোক পেয়েছে, সে তারেক ও বিএনপি'র পিরামিড ব্যবসায়ীদের ৩২ কোটী টাকা দিয়েছে।

আপনার মন্তব্যের সাথে মিলায়ে দেখেন।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৪

ক্লোন রাফা বলেছেন: তারেক এখনও মাত্র পাঁচ মিনিট একটি বিষয়ের উপর গুছিয়ে কথা বলতে পারেনা‼️এতে কিন্চিত হোলেও প্রমান হয় তার তাৎক্ষনিক সমস্যা সমাধানের ক‍্যাপাসিটি নেই । অর্থাৎ তাকে কারো না কারো উপর নির্ভর করতে হবে। তার অর্থ কোনো কোনো গোষ্ঠী তাকে গ্রীপে নিয়ে নিতে পারে। দেখা যাক তাদের মিত্রদের কতটা চাপ নিতে পারে বর্তমান বিএনপি নেতৃত্ব ।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৮

জেন একাত্তর বলেছেন:



তারেক সামু ব্লগের না'হল তরকারীর মতো বুদ্ধিমান; ওকে চালাতো হাওয়া ভবনের ৪০ ডাকাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.