নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার জগৎ

লিখতে ভালো লাগে, লিখি.।

আশি৩৪৫

i love reading and writing...

আশি৩৪৫ › বিস্তারিত পোস্টঃ

মায়া ...!!!! তুমি..।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯

মায়া ...!!!!
তুমি কি জানো তোমায় এত ভালোবাসি কেন ?
কারণ তোমার ঐ চোখ দুটিতে
আমি যে আমার বেঁচে থাকার স্বপ্ন খোঁজে পাই।
তোমার ঐ চোখের কুনে জমে থাকা অশ্রুর
ভাষা আমি বুঝি ,
তোমার ঐ না বলা কথা গুলোই যে তোমার ভালবাসা সেটা আমি জানি ,
আমি জানি তুমি বলতে চাও সারাটা
জীবন তোমাকে যেন এমন করেই ভালোবাসি ।
মিথ্যা করে বলব না আকাশের চাঁদ এনে দেব
তোমায় ,বলব না তোমার জন্য মেঘ
থেকে মিষ্টি হাওয়া এনে দেব ,বলব না সাগরের অতল থেকে তোমায়
মুক্তা এনে দেব ,শুধু বলব ঠিক এমন করে তোমায়
ভালোবেসে যাব ,সারাটা জীবন হৃদয়ের ছোট্ট
কুঠিরে যত্ন করে রাখবো তোমায় ।
বিনিময়ে তুমিও এমন করে ভালবেসো আমায় ।
খুব সহজ ভাষায় বলছি,ভালবাসি তোমায় অনেক বেশি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.