| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই বলুন “হ্যাঁ”,
চাঁদাবাজরা শুনবে না;
তাদের প্রিয় “না”—
অভ্যাস তো বদলাবে না।
যতই বোঝান “হ্যাঁ”,
বুঝতে তারা চাইবে না;
অনিয়ম আর দুর্নীতি
ছাড়তে তো রাজি না।
বলছে সবাই “হ্যাঁ”,
তবু তাদের “না”;
লুট-সন্ত্রাস না থাকলে তো
তাদের জীবন চলেনা ।
গণভোটে জনতার “হ্যাঁ”,
মূর্খ জাহেলদের “না”;
দিল্লির ইশারায় মুতে এবার—
জেগে উঠুক পরিবর্তনের “হ্যাঁ”।
২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা আমরা সবাই হ্যাঁ
২|
২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: জনতার হ্যাঁ, দল কানার না।
২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: চলবেনা আর হাংকিপাংকি চলবেনা
৩|
২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৫
আরোগ্য বলেছেন: এবার জামায়াত আসবে ইনশাআল্লাহ দেখবেন। আর হ্যা ভোটই জিতবে। বিএনপি আর কয়টা দিন খেয়ে নিক।
২৮ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
বাকপ্রবাস বলেছেন: জামাত আসতে না পারলে হ্যাঁ টা জরুরী
৪|
২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: হ্যা ভোট দিলে জামাতের জন্য ভালো হবে।
২৮ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭
বাকপ্রবাস বলেছেন: দেশের লাভ হবেনা?
৫|
২৮ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২
সৈয়দ কুতুব বলেছেন: গণভোটে হা দিন / নিজের পাওনা বুঝে নিন ।
২৮ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
বাকপ্রবাস বলেছেন: হা ছাড়া গতি নাই
আমরা সবাই হা চাই
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ