নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ঠকে যাই বারবার=

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৯



©কাজী ফাতেমা ছবি
বিশ্বাস করি মানুষকে তাই
বারবারই ঠকে যাই
ঠকে গিয়েও ভেবে দেখি
মনে আর আক্ষেপ নাই।

ঠকিয়েছো ভেবে আমায়
সুখ নিয়ো না মনে
ঠকে যাবে একদিন তুমি
অন্য কারো সনে!

ঠকে গেলে সবর করি
বলি না আর কিছু;
একদিন ঠিকই ঠকের গাড়ি
নেবে তোমার পিছু।

কেউ না জানুক, জানেন কেবল
আমার মহান প্রভু
উচিত বিচার দেন ফিরিয়ে
তাই ঠকি না কভু।

টাকা গেল তাতে বা কী
মিসকিন হলাম নাতো
কেন তবে লোক ঠকানো
ফন্দি মনে পাতো।

ভালো করলে পাবে ভালো
মন্দ করলে মন্দ
পাপ পূন্যিরই মধ্যিখানে
কেন টানো দ্বন্দ্ব।

অসুখ বিসুখ হলে পরে
তার চেয়ে ঢের দেবে
লোক ঠকিয়ে পয়সা কামাই
থাকবে না সে জেবে।

(১২-০৩-২০২৩)



মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কে ঠকালো?
কেন ঠকালো?
কি ভাবে ঠকালেৈা?
কাউকে ঠকানো খুবই খারাপ কাজ।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ঠকানো খারাপ কাজ। সব জায়গাতেই মানুষকে মানুষ ঠকায়।

২| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

এম ডি মুসা বলেছেন: বিশ্বাস করি মানুষকে তাই
বারবারই ঠকে যাই
ঠকে গিয়েও ভেবে দেখি
মনে আর আক্ষেপ নাই।
প্রথম পংক্তি

ভালো করলে পাবে ভালো
মন্দ করলে মন্দ
পাপ পূন্যিরই মধ্যিখানে
কেন টানো দ্বন্দ্ব।

দুটো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপা আমি আপনার পুরানো পাঠক।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন।

আপনার পোস্টে একজন আপু কমেন্ট করেন । যার সাথে কিছুটা ঝগড়া হয়। আপনি তাকে ভাই মনে করিয়েন না।

৩| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১২

সোনাগাজী বলেছেন:



অন্যকে ঠকানো আমাদের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপন পর সবাই ঠকায়। নিজে ভালো থাকা যায় না বর্তমানে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৪| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! আপনি দারুন লিখেছেন।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন

৫| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩২

গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর অভিব্যাক্তি!!

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভূত ভালো থাকুন

৬| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০

মায়াস্পর্শ বলেছেন: দুহাত উল্টো করে পথে নেমেছি
যেখানে হারাবার কিছু নেই,
ঠকাও তুমি, সব দিয়েছি
শুধু সুখটা তোমার নেই।

ভালো লেগেছে কবিতা।

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ কী সুন্দর
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৭| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩১

এম ডি মুসা বলেছেন: আপনার পোস্টে একজন আপু কমেন্ট করেন । যার সাথে কিছুটা ঝগড়া হয়। আপনি তাকে ভাই মনে করিয়েন না। আপু প্রত্যেক ব্যক্তি তার আচরণের পরেক্ষ ভাবে প্রভাবিত। যে যেমন আচরণ করে তার বিপরীতে তেমন সে প্রাপ্য । নিউটনের তৃতীয় সূত্র বলা আছে প্রত্যেক বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তা বুঝি

ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: অন্য কাউকে ঠকানোর চেয়ে নিজে ঠকা ভালো।

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠকতে ঠকতে তো জীবনই গেল গা

ধন্যবাদ

৯| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৩

মিথমেকার বলেছেন: কবি,
দারুণ হয়েছে কবিতা!

লোক ঠকিয়ে ব্যবসা করা
হয়েছে এখন ট্রেন্ড
ঠকতে ঠকতে নিরীহ মানুষ
হচ্ছে ডি এন্ড!

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। দোকানদারদের বিশ্বাস করে বারবারই ঠকি

ধন্যবাদ ভালো থাকুন

১০| ১৩ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৪

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।
মাহে রমজানের শুভেচ্ছা রইল।

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
আপনাকেও রমজানের শুভেচ্ছা।

আরামে আনন্দে কাটুক দিনগুলো

১১| ১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৯

সাইফুলসাইফসাই বলেছেন: খুব চমৎকার!

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১২| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ। রমজান কেমন যাচ্ছে। আপনি কী রোজা রাখতেছেন। মেয়েরা চেষ্টা করে রোজা রাখার। ভাবী অবশ্যই অনেক ধরণের ইফতার বানায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.