নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মাঝে মাঝে মনে পড়ে আম্মা আপনাকে=

২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১০



©কাজী ফাতেমা ছবি
রাঁধতে গেলে অথবা বিছানার কোণে বসলে আসন পেতে
মনে পড়ে যায় আম্মার কথা,
মৃত্যুর খবর অতীত হলো, তবুও স্মৃতিতে রয়ে গেলেন অনায়াসে
মাংস ভুনার ঘ্রাণ এখন আর আসে না আগের মতন।

পঞ্চাশ বছরের রাঁধুনি হাত,
এমন হাত হয়তো আমাদের হবে না আর;
কেমন করে যেন আম্মা খাবলে তুলে দিতেন লবণ
মরিচ হলুদ ধনিয়া আর জিরে গুঁড়ো;
ঘ্রাণ ছড়াতো পুরো বাড়ী জুড়ে।

মনে পড়ে যায়,কত আলসেমী প্রহর ছিল আমার
বাচ্চারা কিছু খেতে চাইলে বলে দিতাম পরে দিচ্ছি
আম্মার তখন হৃদয় গলে নদী
ওঠে যেতেন,হরেক রসনা নাতিদের করে দিতেন তৈরী।

মিস করি আম্মা আপনাকে
মিস করি খুঁনসুঁটি কিছু গল্প
বিছানায় বসলেই আপনি, বসে পড়তাম পাশে
শুনতাম মনোযোগে আপনার অতীত গল্প।

এবার আপনিও যে অতীত হয়ে গেলেন
রয়ে গেলেন ধরা ছোঁয়ার বাইরে,
কেমন রেখেছেন মাবুদ আপনাকে, হয়তো জানি না
জান্নাতের দোর কি খুললো আম্মা!

আমিও একদিন অতীত হবো
কেউ কি আমায় রাখবে তার স্মরণে এই আমার মত
এই যে আমি আপনাকে করছি স্মরণ এবেলা;
হৃদয় আয়নায় দেখছি আপনার সেই চামড়া ঝুলানো মুখোচ্ছবি।
(২৭-০৩-২০২৩)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার কবিতা পাঠে আমারও মায়ের কথা খুব মনে পরছে
মাকে কত কষ্ট দিয়েছি ভাবতে পারছি না------------------

২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ চলে যাওয়া মায়েদেরকে জান্নাতে ঠাই দিন

২| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মায়ের তুলনা হয়না ।
মাঝ রাত্রিরে যখন ঘুম ভেঙ্গে যায় তখন মাকে
খুব মনে পড়ে । যখন একা একা থাকি তখন মাকে খুব মনে পড়ে ।
যখন ভালো কিছু খাই তখন মাকে খুব মনে পড়ে ।
যখন খিধে লাগে তখন মাকে খুব মনে পড়ে
যখন বাসায় ইলিশ মাছ রান্না হয় তখন মায়ের কথা খুব মনে পড়ে
মা মাছের ডিম আমার জন্য তুলে রাখতেন ।
মা চলে যাবার পরে বুঝতে পেরেছি আমার পুরোটা জুড়েই শুধু ছিলো মা আর মা।
মায়ের তুলনা হয় না ।

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মায়েদের তুলনা হয় না আসলে। আম্মা আব্বা থাকবেন না একথা চিন্তা হইলেই কষ্ট লাগে। আল্লাহ আপনার মাকে জান্নাতে ঠাঁই দিন।

সকল মা বাবার জন্য
রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি ছগির

৩| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সন্তানের জন্য প্রভুর শ্রেষ্ঠ উপহার হচ্ছে মা এবং বাবা।

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি রাজিব ভাই। আল্লাহ সবার মা বাবাকে সুস্থ নিরাপদে রাখুন

ধন্যবাদ

৪| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো।

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শূসা
ভালো থাকুন

৫| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মুগ্ধতা।

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মোসাহো

ভালো থাকুন অনেক অনেক

৬| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবারও ধন্যবাদ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.