| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এত হা হুতাশ করে লাভ নেই । ব্লগ আগের মত নাই। তাতে কী হয়েছে। যে যাবার সে যাবেই, যে আসবে তাকে সাদরে গ্রহণ করতে হবে। অনেকেই কয়েক মাস যাবত, পোস্ট দিচ্ছেন, মন্তব্য করছেন কিন্তু তাদের পোস্ট প্রথম পাতায় আসতেছে না। প্রথম পাতায় পোস্টগুলো আসলে আরেকটু জমজমাট হতো ব্লগটা। আগে অনেকেই সবার পোস্টেই মন্তব্য করতেন। এখন আর করেন না। তাও ভালো অনলাইনে তাদেরকে দেখতে পাই।
এখন ব্লগে ১৫ জন অনলাইনে আছে। এটাও কম নয়। বর্তমানে সময়ের বরকত অনেকটা কমে গেছে। কাজ করে কূল পাওয়া যায় না। আমি আগে বেশ সময় পেতাম। লিখালিখিও আর ব্লগে সময় দিতে পারতাম। এখন কাজের মাত্রা বেড়েছে। সকাল থেকে বসে কাজে হাত দিই, একেবারে দুপুর গড়িয়ে বিকেল হয়। ফাঁকে ঢুকি ব্লগে, মন্তব্য করি অথবা পোস্ট পড়ি। রিফ্রেস দিই কিন্তু নতুন পোস্ট আসে না। পুরাতন পোস্টই প্রথম পাতায় রয়ে যায় অনেক সময় ধরে।
আমার মোবাইলে অনেক ছবি জমা হয়ে আছে। পিসিতে ছবি আপলোড দেয়া যায় না বলে আর ছবি এডিট করতে পারি না বলে আর ছবি পোস্ট দিতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে হয় একটা ব্যক্তিগত পিসি কিনে নেব। কিন্তু সময় পাবো বলে মনে হয় না। তবুও কখন যে কিনে ফেলি তার গ্যারান্টি নাই। গাল গল্পে সময় কাটানোর মত সময় আর নাই। নতুন বাড়িতে কাজের অভাব নাই। গুছাতে পারি না। সকালে ৯.১০ এ বের হই, ৬টায় বাসায় পৌঁছি। ছাদে গাছগুলো রেখেছি। কিন্তু পানি দেয়ার টাইম পাই না। দুঃখজনক হলেও সত্য। আমার অর্ধেক গাছেরই পাতা পুড়ে গেছে। বারান্দা থেকে হঠাৎ গাছগুলো ছাদের রোদে রাখার ফলে গাছগুলো মলিন হয়ে গেল। আশাকরি শক কাটিয়ে উঠতে পারবে। গাছের যত্ন নিতে হবে। সময় বের করতে হবে। একে একে সব গুছাতে হবে। তার জন্য সময় প্রয়োজন। আল্লাহ আমাকে যেন সময়ে বরকত দেন সবাই দোয়া করবেন।
======================================================================
সময় তুই বড় নিষ্ঠুর। কেমন করে যেন তরতর করে বেয়ে উঠিস স্রোতের সিঁড়ি, সে সিঁড়িতে পা রাখলেই দেখি সাঁঝের বেলা। পূর্বাশার সূর্যটা মাত্রই দেখেছিলাম, সহসা দেখি পশ্চিমে ডুবে যায় রক্তিম সূর্য। সময় তোর কোন হৃদয় নেই-তুই নিয়ে যাস আমায় অশীতিপর, বুড়োবেলায়, বুড়োবেলার ভেলায় ভাসতে ভাসতে একদিন পা রাখবো অনন্ত যাত্রায়। সময়, তুই একটু সময় ধার দিস, আমি সংসার গুছাতে চাই, কবিতার খাতা ভরতে চাই কবিতায় কবিতায়। সময় আমায় বুড়ো করিস, কিন্তু মন রাখিস কুড়ি। তরতাজা মন নিয়ে পা রাখতে চাই শেষ যাত্রার খেয়ায়।
সময় জানিস, আমার অনেক কাজ করতে ইচ্ছে করে, ইচ্ছে করে পুরাতন জিনিসগুলো ধুয়ে মুছে-উচ্ছাসের তাকে তাকে সাজিয়ে রাখি। ইচ্ছে করে তৈজসপত্র রোজ জায়গা বদলিয়ে রাখি। ইচ্ছে করে বিছানার চাদরগুলো তুলে নতুন চাদর পাতি, ইচ্ছে করে ঘরের পর্দাগুলো সরিয়ে নতুন পর্দায় সাজাই। ইচ্ছে করে রংবাহারী রং এ ঘর সাজাই। ইচ্ছে রান্নাঘরের তাকে তাকে নিত্য নতুন তৈজসগুলো ধুয়ে মুছে গুছিয়ে রাখি। ইচ্ছে করে নিত্য নতুন আইটেম রান্না করে আপনজনদের তাক লাগিয়ে দিই।
সময় আর কত ইচ্ছে জানিস, ইচ্ছে করে দেশ বিদেশ ঘুরে বেড়াই, সমুদ্দুর পাড়ে দাঁড়াই, ইচ্ছে করে বালিচরে হাঁটি নগ্ন পায়ে। সূর্যাস্ত দেখি অথবা সূর্যোদয়ে দাঁড়াই ঢেউয়ের কাছ ঘেঁষে। ইচ্ছে পাহাড়ে তাকিয়ে থাকি নির্নিমিখ। ঝর্নাধারায় হাত পাতি, হিম জল ছুঁই। ইচ্ছে করে অতীতের স্মৃতিগুলো ভাবি বন্ধ চোখে একাকি একটু অবসরে। আহারে সময়, তুইতো বিষাদ বিভ্রান্ত হওয়ারও সময় দিস না। দিস না তুই আমায় অবসর। তুই তো ব্যস্ত রাখিস আমায়, দুঃখ পাবো, কাঁদবো, হাসবো, গান গা'বো হেরে গলা ছেড়ে, কই কিছুই তো পাই না, পাই না এক টুকরো অবসর। অগণিত সময় নেই এখানে আর। আমি হন্য হয়েসময় খুঁজি আর সময় পালায় আমি ছেড়ে। এমন করেই বুঝি তুই ঠকিয়ে যাবি আমায়। আমায় নিয়ে যাবি জরাজীর্ণ প্রহরে তাই না?
==================================================================
ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।
কারা নতুন? কয়েকমাস যাবত পোস্ট আর মন্তব্য করছেন। অথচ পোস্ট প্রথম পাতায় আসছে না? এখানে বলে যান
২|
২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬
নতুন নকিব বলেছেন:
গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন। মোবারকবাদ।
ব্লগ ইনশাআল্লাহ আবারও জমে উঠবে। সকলের মিলনমেলায় পরিণত হবে। হতাশ হওয়ার কিছু নেই।
৩|
২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৯
নতুন নকিব বলেছেন:
প্রিয় @বাজ ৩,
আপনি লিখতে থাকুন। সংকোচ ও জড়তা ইত্যাদি ছেড়ে দিন। অনেক ভালো কিছু লিখবেন ইনশাআল্লাহ। লিখতে থাকলে আপনার পোস্ট অবশ্যই প্রথম পাতায় যাবে। আশা করি, অচিরেই যাবে।
আপনার জন্য শুভকামনা।
৪|
২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
না আমার নেই কোন হা হুতাশ
শুন্য পরিবেশেই নিই নির্মল বাতাশ
আপনার বাগানের গাছের পাতা পুরে
আমার বাগানের পাতা শীতে যায় ঝরে ।
শেষ প্যরার কথাগুলি খুবই কাব্যিক
সেই সুরে সুরেই না হয় কথা চলুক।
সময় কত হয়েছে জানি না
ঘড়িও আর প্রশ্ন করে না
সমুদ্র, পাহাড়, সূর্যাস্ত
সবই দাঁড়িয়ে থাকে কল্পনায়।
চেয়ারের কোণে বসে
অতীত ভিড় করে এসে
হিম জলের মতো স্মৃতি
হাত ছুঁয়ে চলে দ্রুতি।
সময় থামে না
আমাকেও থামতে দেয় না
তবু এই ক্ষণটুকু সামুতেই থামি
এই থামাটাই কি তবে এখন
আমাদের একমাত্র অবসর?
শুভেচ্ছা রইল
৫|
২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯
এ পথের পথিক বলেছেন: ব্লগের উদ্দেশ্য অসৎ ছিল, তারা যে উদ্দেশ্যে ব্লগিং শুরু করেছিল ২০১৩-২১ পর্যন্ত তারা তা পেয়ে গেছে, কাজেই তারা আর ব্লগে নেই । এদের মাঝে আপনাদের মত (আপনি, নতুন নকিব, ডাঃ এমএ আলী, মহাজাগতিক চিন্তা, ঢাবিয়ান, ভুয়া মফিজ সহ আরো অনেকে ) উদার মানসিকতার ভাল ব্লগার আগেও ছিল, এখনও আছে হয়ত ব্লগ যতদিন থাকবে ততদিন আপনারাও থাকবেন ।
৬|
২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময় তুই বড় নিষ্ঠুর।
....................................................
সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করনো ।
৭|
২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি দুই-তিনদিনে এক-দুইবার উঁকি দেই। গল্প-কবিতা বা উল্লেখযোগ্য কিছু তেমন পাই না। শুধু কাদা ছোড়াছুড়ি। নিজেও লেখার সুযোগ পাই না। আগের গল্প-কবিতা শেয়ারের উৎসাহও পাই না, কারণ পাঠক-মন্তব্য কম। তবে ২০১৫-১৬ সালের সময়গুলো মিস করি খুব।
৮|
২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: ব্লগ নিয়ে হা হুতাশ করার কিছুই নেই। সময়ের সাথে সব কিছু বদলায়। নতুন কিছু পুরানো জিনিসকে রিপ্লেস করে নেয়। ব্লগ এখন পুরানো জিনিস। এটা যে এখনও এতোদিন টিকে রয়েচে এটাই বরং বিস্ময়ের ব্যাপার।
৯|
২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:১০
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর লেখাটির কন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯
বাজ ৩ বলেছেন: সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার সময়ে ভরপুর বরকত দিন।আশি চাইনা আমার পোস্ট প্রথম পাতায় আসুক, কারন আমার পোস্ট প্রথম পাতার যোগ্য না।