| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর ঘ্রাণ, পরগাছা নীল বেগুনী অর্কিডের ছোঁয়া...
প্রভাতের শিশির ভেজা ঘাস,
রোদেলা দুপুরে ছিপে মাছ ধরা,
টিপ টিপ বাদল ঝরে অন্তঃপুরে,
স্মৃতিগুলো বিস্রুত হয়ে যায় অতীতে।
মনোহর দিনগুলি তাড়া করে অহর্নিশ..
মুহুর্তেই হয়ে উঠি কিশোরী....
ফিরে যাই সেই রোদেলা দুপুরের দোয়েল সময়ে;
আচম্বিতে ডিজিটাল যুগের বেতাল সুর
বিদীর্ণ করে দেয় ভালোবাসা দিনের,
ব্যাকুল হই;
ফিরে আসি আবার যান্ত্রিক কাক ডাকা এই শহরে।
========================
©কাজী ফাতেমা ছবি
২১/০১/২০১৪
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর লিখেছেন চিল
আপনি কবিতা লিখুন আবার। আমি পাঠক হবো ইংশাআল্লাহ
অনেক ধন্যবাদ ভালো থাকুন
২|
২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৯
হুমায়রা হারুন বলেছেন: ++++
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
৩|
২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭
হুমায়রা হারুন বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিলঃ আছি আমি দুরের গ্রামে,
ময়নার হাঁটা হাঁটি দেখি সর্ন্তপনে
কখনবা বেলা উঠে, ডুবে যায় আকাশে
হিসাব রাখেনা কবি গুনে শুনে,
বরফের ঢাকা এই চরণে !!!
খুব ভাল লাগলো এই কয়েকটি লাইন। আমার এখানে পত্র পল্লবহীন বরফে ঢাকা চরাচরে একটু উষ্ণতা বৃদ্ধি পেলে পাখির কুজন জানান দেয় জীবন আছে।
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা চাই শঙ্খচিল আবার কবিতা লিখুক
তার কাছে অনুরোধ
৪|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
হায়রে ব্যাকুলতা,
নীরব রাতের বুকে জ্বলে ওঠা প্রশ্নের দীপ
চোখের কোণে জমে থাকা
না-বলা কথার সিক্ত ছায়া।
একটুখানি আশায়
হৃদয় কাঁপে বারবার
সময় থেমে থাকে
শুধু অপেক্ষায় হাঁটে অবিরাম
তবে আবার ফিরে ফিরে আসে
যান্ত্রিক কাক ডাকা সেই শহড়েই ।
শুভেচ্ছা রইল ।
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার ফিরে আসি কাক ডাকা শহরেই
সুন্দর লিখেছেন ভাইয়া জি
অনেক ভালো থাকুন
৫|
২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হুমায়রা হারুন বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিলঃ..................
.........................................................................................
আপনার ভালোলাগা যথেষ্ট আনন্দ দিয়েছে
একসময় কবিতা লিখতাম, আকিজুঁকি হতো
৩/৪ দিন পর একটা কবিতা প্রকাশের মুখ দেখত ।
কিন্ত এখন দেখি কবিতা পড়ার "সেই হৃদয়ের গোপনে লালিত"
বন্ধুরা নেই, তাছাড়া
চলমান জীবনের ব্যস্ততা "কবি মন"কে আড়াল করে দেয় নিষ্ঠুর ভাবে ।
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেন
আবারও লিখবেন আশা করি
ধন্যবাদ
৬|
২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
বাজ ৩ বলেছেন: আমার মন মাঝে মাঝে ব্যাকুল হয়,
সেই দিনে ফিরে যেতে,
শীতের কুয়াশা ঢাকা সকালে,
মন উঠতে না চাইলেও উঠে যেতাম,
কারন স্কুলে যেতে হবে।
শীত শেষে বসন্ত আসত,
গাছের পাতাগুলো ঝরে পরতো,
কিছু পাতা এসে মাথায়ও পরতো।
অন্যরকম আনন্দঘন ছিলো সেই দিনগুলো।
এজন্যই মন মাঝে মাঝে ব্যাকুল হয়,
সেই সোনালী রুপালী দিনগুলো ফিরে পেতে।
হয়ত কখোনো ফিরে পাবো সেই দিন,
এই আশায় দিনগুলো কেটে যায় রঙিন।
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও খুব সুন্দর। কবিতা লিখে পোস্ট করুন
ধন্যবাদ বাজ
ভালো থাকুন
৭|
২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩০
হুমায়রা হারুন বলেছেন: @ স্বপ্নের শঙ্খচিলঃ ব্যস্ততা খুব বড় একটা ফ্যাক্টর ।
তারপরও মনে হলো আপনার লেখার হাত দেখে এখনো আপনার মনের মাঝে ছন্দ আছে।
কমেন্টে যা দু' এক লাইন লিখে ফেলেন, তাই-ই বড় পরিসরে লিখে পোস্ট দিলে আমরা পাঠকরা আপনার প্রতিভা থেকে বঞ্চিত হতাম না।
২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ব্যস্ততা কাটিয়ে আপনি লিখুন শঙ্খচিল
আমরা পাঠক হয়ে আসবো আপনার পোস্টে।
আপনাকে আবারও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যাকুল হই;
ফিরে আসি আবার যান্ত্রিক কাক ডাকা এই শহরে।
.......................................................................
আছি আমি দুরের গ্রামে,
ময়নার হাঁটা হাঁটি দেখি সর্ন্তপনে
কখনবা বেলা উঠে, ডুবে যায় আকাশে
হিসাব রাখেনা কবি গুনে শুনে,
বরফের ঢাকা এই চরনে !!!