| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ্তশিখা
মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।
আমি কবি হতে চাইনি।
চেয়েছিলাম তোমার রূপালি মুক্তধারায় উদ্ভাসিত প্রাণোচ্ছ্বল হৃদয় তরীর মনমাঝি হতে-
কিন্তু আমি হয়েছি তোমার মনের ক্ষয়িষ্ণু তছনছ কাঁটা তারের জটিলতায় নিবির ঘন আচ্ছাদনে বন্দি।।।
©somewhere in net ltd.