নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

I have a plan

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২২

আসেন নেতা পা বাড়ান সামনে এগিয়ে চলেন
প্ল্যান টা কী বলেন।

সামনে আজাদ পেছনে দিল্লি কোন দিকে যাই বলেন
প্ল্যান টা কী বলেন।

যে দিকেই যাই ৩৬ যাবে? সেইটা ক্লিয়ার করেন
প্ল্যান টা কী বলেন।

বিডিআর মেসাকার বিচার হবে হুংকার দিয়ে বলেন
প্ল্যান টা কী বলেন।

হাদির স্বপ্ন বাস্তবায়নে একসাথে লড়ি চলেন
প্ল্যান টা কী বলেন।

চুপ কেন নেতা মুখটা খোলেন বোবা কেন হলেন?
প্ল্যান টা কী বলেন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

কলাবাগান১ বলেছেন: বিনপি এর বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান বাদ...এখন থেকে ইনকিলাব জিন্দাবাদ.

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০২

বাকপ্রবাস বলেছেন: জেয়ারত করতে গেসে এখন, দেখা যাক এই স্লোগান দেয় কিনা

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: প্লানটা হচ্ছে- যে কোনো ভাবেই হোক, আওয়ামীলীগকে দেশে ফিরতে দেওয়া হবে না। দরকার হলে জামাতের সাথে হাত মিলাবে।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭

বাকপ্রবাস বলেছেন: তাহলেতো আপনার খুব কষ্ট হবে, একাত্তর নানার সাথে কাধে কাধ মিলিয়ে কাধতে হবে হা হা হা হা
তারেক তুই রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭

এ পথের পথিক বলেছেন: দারুন

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫০

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি লিখেছেন: 'সামনে আজাদ , পিছনে দিল্লি।

আপনার হিসাবে ভুল আছে। আমাদের অবস্থান থেকে দেখলে:সামনে দিল্লি, আর পাকিস্তান (আজাদ) তো তারও অনেক পেছনে !' আগে ইন্ডিয়া পার হন, তারপর পাকিস্তানের দেখা পাবেন। উল্টা পথে হাইটা তো লাভ নাই ।





২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: আজাদ বলতে ভারত আগ্রাসন থেকে মুক্তিকে বুঝাতে চেয়েছি, ধন্যবাদ জানবেন মুরুব্বি

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নির্বাচনের তফসিল ঘোষণার পরও যে ভোটার হওয়া যায় এটা আমি অন্তত জানতাম না। এটা সম্ভবত নিয়মের ব্যতিক্রম। এটা কি তারেক রহমান বলেই সম্ভব হয়েছে?


এখন কোন এক জন সাধারণ মানুষ যদি এসে বলে আমি ভোটার হতে চাই তাহলে কি নির্বাচন কমিশন তাকে সেই চান্স দেবে বলে আপনি মনে করেন?



তারেক রহমান লন্ডনে ছিলেন। সেখানে বাংলাদেশ দূতাবাসে তিনি সঠিক সময়ে ভোটার হতে পারতেন। তিনি সেটা না করে তফসিল ঘোষণার পরে যখন অনেক মানুষ নির্চানের ফরম কিনে জমাদানের জন্য রেডি হয়ে গেছে তখন তার মনে পড়লো তিনি ভোটার হননি।

বিষয়টি আমার ভালো লাগেনি। নিয়ম সবার জন্য সমান হওয়া দরকার।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

বাকপ্রবাস বলেছেন: ইউনুস এক্সিট নিতে চাচ্ছে তারেককে মেনেজ করে, লন্ডনে গিয়ে দেখা করে আসছে, ওনি একটা রাষ্ট্রের প্রধান পাওয়ার ব্যাক্তি অথচ তারেকের সাথে দেখা করতে যায়, এখন তারেককে স্পেশাল সুবিধা দিয়ে ক্ষমতায় আনতে চাচ্ছে। তবে তারেক ভোট পর্যন্ত থাকে কিনা আমার সন্দেহ আছে, পাসপোর্ট ছাড়া পাস নিয়ে আসছে, সেটার মেয়াদ ও কত দেখেতে হবে, নাকি এপ্লাই করে আবার চলে যায় কিজানি, খালেদা কী জিন্দা আছে সেটাও সন্দেহজনক। সব মিলে সামনের দিন স্মুথ যাবেনা তারেক সাহেবের

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা ছাড়া এ ধরনের সুবিধাবাদী লোকজনের দেশের মানুষের জন্য আসলে কোন প্ল্যান কখনো ছিলো না আর আজও নেই্। কারন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো জটিল ও কার্যকর প্ল্যান তৈরী করার মতো শিক্ষাগত কিংবা মনস্তাত্বিক যোগ্যতা এদের আসলে নেই। এ জাতি বড়ই অভাগা আর অবেগী জাতি, এরা অনেক দ্রুত অতীত ভুলে যায়। দেখে, জেনে, শুনে, বুঝেও এরা একই ভুল বার বার করে।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

বাকপ্রবাস বলেছেন: আমরা অল্প টাকায় বিক্রি হই, বড় দলগুলোর সাপোর্টারগুলো আমার ভেড়ার পাল মনে হয়, সেখানে শিক্ষার কোন আলামত নাই, টাকার ব্যাবহার ছাড়া। নেতারা শয়তান।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.