| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরিন্দম ভট্টাচার্য্য
একজন মানুষ যে এতটাই সাধারন যে বাকি সাতশো কোটির সাথে তাঁর কোন পার্থক্যই নেই। আবার কোন মিলও নেই।
পড়ে থাকো লাল গোলাপ,
পড়ে থাকো ফেলে আসা পথের স্মৃতিচিহ্ন হয়ে।
ভোরের ধোঁয়াশায় যে পথে
সবুজের কলাহল তখনও থমকে যায়নি;
যে মাটিতে খালিপায়ে নির্ভয়ে চলা যেত,
সে মাটির শেষ সন্তানের মত পড়ে থাকো।
যে সূর্য গ্রহণের আকর্ষণে নিভে যায়নি,
সেই রশ্মির কোমল আশীর্বাদের মত পড়ে থাকো।
পড়ে থাকো লাল গোলাপ,
পড়ে থাকো বাক্সবন্দি হাজার স্বপ্ন হয়ে।
দুরন্ত অনাগ্রহে যার জন্ম হয়নি,
সেই প্রেমের নিবেদনরুপে পড়ে থাকো এই খানে।
২|
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩
৪০৪ পাওয়া যায় নি বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো