| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবর৮১
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।
উড়ছে পঙ্খি উড়ছে হাতে
খেলছে স্বপ্ন অরুণ প্রাতে,
মগ্ন হয়ে আছি কল্পনাতে
আঁকছি এ জীবন আল্পনাতে।
স্বপ্ন গুলি খুউব ছোট নয়
দেখতে তবুও পাইনাতো ভয়,
কাল বোশেখের আঁধার আকাশ
দেখবেই তুমি আমার প্রকাশ।
নতুন আলোয় জাগুক ভুবন
স্বপ্নটা আমার হোক আপন,
দিগ্বিজয়ীর জয়ের সে মালা
এবার আমার পরার যে পালা।
ভাবছো বুঝি খুব বেশি চাওয়া
এ যে বধূ মোর প্রাপ্য পাওয়া,
মায়াবী প্রাণের মধুর সে সুর
বাজিয়ে গেলাম দূর বহুদূর।
আসবে আবার রিক্ত প্রাণে
নতুন বছরের সুরের টানে,
বধূ তুমি মোর স্বপ্ন সাধন
অক্ষয় হোক প্রিয় বাঁধন।
৭.০০,সন্ধ্যা,পহেলা বৈশাখ, ১৪২২
২|
১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ। ছবিটা কার?
১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪
যাযাবর৮১ বলেছেন:
শুভ নববর্ষ ভাইজান। শুভকামনা আপনার জন্যে।
ছবিটি অধম যাযুর ![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
যাযাবর৮১ বলেছেন:
শুভ নববর্ষ। শুভকামনা সকলের জন্যে। খুব ভালো থাকুন সবাই।