| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবর৮১
কি যে করি ভেবে মরি উড়াই স্বপ্নের নীল ঘুড়ি, যেখানে নেই কোন সিমান্ত হয়ে গেছি আমি এক উদভ্রান্ত।

যদি ভেবে থাকো প্রিয়া
করেছ ভুল কাছে এসে,
তবে বুঝে নিবো আজ
ছিঁড়েছে টান অবশেষে।
তাই ভাবো বুঝি তারে
চাইছো ফিরে বাহুডোরে,
আমি চলে যাবো দূরে
আসবো নারে মৃত ঘরে !
ব্যথা নিয়ে প্রাণে বলি
হাতে সময় আছে বেশ,
যদি যেতে চাও ভুলে
এখনি হোক তবে শেষ।
০২.০০, রাত, ১৯.০৪.২০১৬, ওজন পার্ক, নিউ ইয়র্ক।
# ছবি গুগল।
©somewhere in net ltd.