নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

নবদম্পতিকে দেখে

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৮

বিয়ের রাতে প্রতিটি নববধূকে রাজকুমারী মনে হয়,
আর প্রতিটি বরকে ঘোড়সওয়ার রাজকুমার।
যখন এগিয়ে যাই নব দম্পতিকে শুভকামনা জানাতে,
তখন আমার সামনে দিয়ে খুব দ্রুত একটা শর্ট ফিল্ম
স্বয়ংক্রিয়ভাবে চোখের সামনে উন্মোচিত হয়ে যায়।

আমি দেখতে থাকি রাজকুমারীর চাকচিক্যময় বেশভূষা
কি করে একে একে সাধারণ পোষাকে পরিণত হয়ে যায়।
এলিয়েনের ন্যায় পার্লার সজ্জিত মুখ ও আরোপিত হাসি
কি করে মানবীর মুখের হাসি কান্নায় পরিণত হয়ে যায়।
কি করে একটা শীর্ণ তরু ফলন্ত বৃক্ষে পরিণত হয়ে যায়।

আমি দেখতে থাকি রাজকুমারের রঙিন উষ্ণীষ কি করে
খসে পড়ে এক নিমেষে। পাগড়িবিহীন মাথায় তাকে দেখে
অনেক ঘনিষ্ঠ মনে হয়। তার রুমাল ঢাকা লাজুক হাসিটা
একটু একটু করে কোথায় যেন উবে যায়। সরু দুটো কাঁধ
চওড়া হতে থাকে জীবনের খুঁটিনাটি ভার বহনের জন্য।

এসব দেখতে দেখতেই আমি এগিয়ে যাই, বর ও কনে কে
অন্তর থেকে আশীর্বাদ করার জন্য। তারা সৃষ্টির প্রতিভূ।
তাদের মাঝ দিয়ে যেন নশ্বর পৃথিবী পরিণত হতে থাকে
সুশোভিত পুষ্প কাননে। জীবন যেন তাদের ন্যুব্জ না করে।
দু'জনে মিলে মিশে যেন সামলে নেয় সকল প্রতিকূলতা।


ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রীত হ'লাম।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার ভাববস্তু খুবই সুন্দর! নির্মল ভাবনার প্রকাশ!

কবিতার শেষকথা মন ছুঁয়ে গেছে!

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: প্রায় দেড় বছর পরে আপনার এ মন্তব্যের উত্তর দিচ্ছি, সেজন্য লজ্জিত। সামুর নোটিফিকেশন বিভ্রান্তিই এর জন্য দায়ী। যাহোক, কবিতার প্রশংসায় এবং প্লাসে খুবই খুশী হ'লাম, অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, নিরন্তর---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.