নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ........

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৪

২০১২-১৩ থেকে কয়েক বছর পর্যন্ত এদেশে ছিল ডিএসএলআর যুগ। মানে একটি ভালো মানের ক্যামেরা থাকা মানে ছিল সোস্যাইটি বা বন্ধু মহলে ছিল সম্মান, মর্যাদা, আর অহংকারের প্রতিক। সোস্যাল মিডিয়ার উত্থানের সাথে সাথে সুন্দর সুন্দর ছবি পোষ্ট করা মানে ছিল ইয়ং জেনারেশনদের মধ্যে একটি ক্রেজ। ঢাকা শহরের যে কোন পার্কে গেলেই দেখা যেত ক্যামেরা হাতে ফটোশুট; ফটোশুট অবশ্য এখনো হয় তবে সেটা আর আগের মতো না।‌ মোবাইলের ক্যামেরা উন্নত ও আধুনিক হওয়ার সাথে সাথে ধীরে ধীরে ক্যামেরার জনপ্রিয়তা হ্রাস পায়। এখনকার আইফোন, স্যামসাং সহ যে কোন ফ্ল্যাগশিপ ফোনের ছবি তখনকার সময়ের যে কোন ক্যামেরার থেকে ভালো....

জেনারেশন ক্রেজ দেখে আমি ও সেই সময় নাইকনের একটি ক্যামেরা কিনে ফেলি; সাথে একটি কিট আর একটি ৫০ এম এম লেন্স। যদি ও অতোটা ছবি তুলতাম না তারপর ও বন্ধু-বান্ধবদের সাথে গ্রুপ করে বের হতাম ছবির তোলার জন্যে। ফ্রেমিং, অ্যাপাচার, আইএসও সহ অন্যান্য খুঁটি নাটি বিষয় গুলো শিখতে। যাক আর বেশি কথা বলে কাজ নেই; আজকের ব্লগটি ক্যামেরায় কিছু তোলা পুরানো ছবি দিয়ে সাজিয়েছি।

২০১৪ সালের কোন সময়ে একটি ঢাকার অদূরে একটি জলাশয়ে কচুরিপানার ছবিটি তোলা।

এই সময়কার ক্যামেরায় তোলা মেকরো। প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা; টুকটুকে লাল,নীল ঝিলিমিলি আঁকাবাঁকা; কোথায় পেলেই ভাই এমন‌ ও রঙিন পাখা।

বার্ধক্য, বয়স, অভিজ্ঞতা, ইতিহাসের সাক্ষী, সুখ:দু:খ, পরিশ্রম আর সময়ে ফাঁকে একটু প্রশান্তি এক ফ্রেমে।

সৎ কঠোর পরিশ্রমী, খেটে-খাওয়া মানুষের জীবন কি সাদাকালো?

২০১৮ পিয়নচং শীতকালীন অলিম্পিকের সাজগোজ রাজধানী সিউলে একটি পযর্টক স্পটে।

পাশাপাশি কোরিয়া ঐতিহ্য-ইতিহাস তুলে ধরা হয়েছে। রাতের আলো জ্বলমলে মনোমুগ্ধকর এক দৃশ্যে।

চেরি ব্লোসম ফেস্টিভ্যাল, জিনহে সিটি সাউথ কোরিয়া; ২০১৭ এর কোন‌ এক বসন্ত উৎসব। ঝিরিঝিরি বৃষ্টি ভেজা একটি দিন।

জিনহে সিটি নেভাল বেস। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বৃহত্তম নৌঘাঁটি। মধ্যে যুগে এর গুরুত্ব ছিল অপরিসীম। এই নৌঘাঁটি কেন্দ্র করে শহরটি গড়ে উঠে। একটি নেভাল জাদুঘর ও আছে।

আমার হুম্যান; শুধু খাওয়া আর ঘুম।

চেরি ফেষ্ট জিনহে সিটি। ছবির চেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর।

বিড়ালের আয়ু ১০-১২ বছর বিশেষ যত্ন কারনে ১৫ বছর পর্যন্ত বাঁচে। আমারটার বয়স প্রায় ১১ বছর; তার বার্ধক্য আর আগের দৌড় ঝাঁপ না করা মাঝে মাঝে আমার বিশেষ মন খারাপের কারন হয়ে দাঁড়ায়।

শখের ক্যামেরাটি এখন পুরাতন হয়ে গেছে; আগের মতো পারফর্ম করতে পারে না। তারপর ও যত্ন সহকারে রেখে দিয়েছি। হাজারো স্মৃতি আর সুখ-দু:খের প্রতিচ্ছবি তার চোখে ক্যাপচার করা......

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি ডিজুস জেনারেশন ?

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন:
হা‌ হা হা। আমার জেনারেশনের একটা গান শুনেন....
গান

২| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: একসময় আমি প্রচুর ছবি তুলেছি।
আমারও একটা ক্যামেরা ছিলো নাইকন। ক্যামেরাটা এখনও ঘরে আছে। গত পাঁচ বছর ক্যামেরা ছুঁয়েও দেখিনি। জানি না ভালো আছে কিনা।

ছবি ব্লগ আমার খুব পছন্দের। আমি নিজেও একসময় নিয়মিত সামুতে ছবি ব্লগ পোষ্ট দিতাম।

এখানে আমার তোলা কিছু ছবি আছে। দেখুন। প্লীজ।

১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ছবি তোলা একটা শিল্প আর্ট‌। জীবিকার তাগিদে ছাড়া এই প্রতিভা কখনোই মন্দ লোকের ছবি তুলে সৃষ্টিশীলতা নষ্ট করতে নেই।
যারা মন্দ লোকের ছবি তোলে তারা কখনো ভালো ফটোগ্রাফার হতে পারে না। আপনার দেওয়া প্রোটফলিও রাজনীতি করা দুষ্ট লোকের ছবিতে ভরপুর...... দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম স্যারের ও যদি একটা ছবি থাকতো.....

৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর ছবি।

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ধন্যবাদ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর সুন্দর যতসব ছবি!

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ছবিগুলো সুন্দর!

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনাকে ধন্যবাদ।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুন্দর ছবি ব্লগ।

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যামেরার ছবি বাহিরে আনতে পারি না বলে আর ক্যামেরা ইউজই করি না। কতগুলা লেন্স কিনছিলাম।

মনটাই খারাপ লাগে।
এখন এস আলট্রা ২৪ দিয়ে ছবি তুলি

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ক্যামেরা ছবি বাহিরে আনা মানে? মেমোরি কার্ড টি কার্ড রিডারে ভরে তো কম্পিউটার, লেপটপে ছবি নেওয়া যায়। আর এখনকার সব ক্যামেরায় তো ওয়াই ফাই থাকে। ছবি সাথে সাথে মোবাইলে নেওয়া যায়। এস আলট্রা ও দিয়ে ভালো ছবি তুলা যায়; ১ যুগ আগের DSLR থেকে ভালো.....

৮| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। দেখি সময় পেলে আগের ছবি পোস্ট করবো। দেখিয়েন

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আপনার ব্লগে পোষ্ট করা কিছু ছবি আমি দেখেছি। আপনার ফ্রেমিং ছবির বিষয়বস্তু খুবই চমৎকার। আর আপনার ছবির সাইজ রেলিং ও কেন ব্লগে খুবই বড় আর সুন্দর দেখায়। আমি অনেক চেষ্টা করে ও এভাবে পোষ্ট করতে পারলাম না।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- @কাজী ফাতেমা ছবি আপু আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আপনার ক্যামেরাটা এই অসহায়কে দান করে দেন। ;)

১০| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: বাহ!! সুন্দর সব ছবি!!

কিন্তু তোমার জেনারেশনের গান দেখে আমি হাসতে হাসতে শেষ!!!

এইসব গান সিনেমা অবশ্য আমিও দেখেছি কিন্তু ভুলে গেছিলাম ......

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
হা হা হা..... গানটা জোশ না?

ওই আমলে এমন দিল ধাক-ধাক ফাংকি

কি সুন্দর রোমান্টিক মিউজিক হতো......

১১| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৩

মেঠোপথ২৩ বলেছেন: অনেকদিন পরে শায়মাআপুকে দেখলাম। :)

বিড়ালটার একপ্রেশনতো দেখার মত হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

শায়মা আপু ভ্রমনপ্রিয় শৈল্পিক মানুষ।

নান্দনিক সব কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন হয়তো।

বিড়ালটি কার দেখতে হবে না......

১২| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবি ভালোই তোলেন। প্রতিটা ছবিতে ছোট করে হলেও ক্যাপশন দিলে আরো ভালো লাগত। চাকার ওপাশে ছেলেটা কাজ করছে এটা পুরস্কার পাওয়ার মতো ছবি।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
প্রথমে ভেবেছি ছবির মধ্যে আর কিছু লিখবো না; শুধু ছবিই থাকবে। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে কিছু বিস্তারিত লিখলে ভালোই হতো। চাকার ছবিটি সেই ঢাকার অদূরে সেই ২০১৪ সালে তোলা। পুরস্কার পাওয়ার যৌগ্য কিনা জানিনা তবে আপনার কথায় খুব সম্মানিত বোধ করলাম।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩

হাইজেনবার্গ ০৬ বলেছেন: বিলাইডার ছবিই সুন্দর বাকিগুলি ফ্লপ। B-))

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন:

শিল্প-সংস্কৃতি, ছবি, ফটোগ্রাফি নিয়ে আপনের এতো অনিহা কেন বলুন তো? ঋত্বিক ঘটক নিয়া বাংলা মদেররে মিলাইলেন এখন প্রকৃতির, মানুষের প্রোটেট রেখে বিলাইয়ে্র ছবি বেশি ভালো লাগলো? কাহিনী কি.....

১৪| ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

অপু তানভীর বলেছেন: আপনার ম্যাওয়ের কি মন খারাপ? #:-S

আরও ম্যাওয়ের আরও কয়েকটা ছবি দিয়েন। সম্ভবল হলে কেবল ম্যাওয়ের ছবি দিয়েই আরেকটা ফটোব্লগ করিয়েন!

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন:



তাকে নিয়ে অনেক আগে সামুতে একটি পোষ্ট দিয়েছিলাম। সাথে বিড়ালের আনুসাঙ্গিক খুঁটি নাটি বিষয় ও ব্যবহার‌। ম্যাওয়ের ঠিক মনে খারাপ নয় সারাদিন শুয়ে-বসে থাকতে পছন্দ করে। একটু দৌড় যাপ করালে বিরক্তসুচক ভাব চলে আসে।

১৫| ১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ওকে.....

১৬| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৪

মিরোরডডল বলেছেন:




ছবি ব্লগ মানেই ভালো লাগা।
সবগুলোই সুন্দর, শিপের ছবির লোকেশনটা কোথায়?


১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ওয়াও!!!
আপনি খুব সম্ভবত সামুর ক্লাসি, মেধাবী, ব্যক্তিত্বসম্পন্ন
একজন ব্লগার ছিলেন; এখনো আছেন।
চমৎকার সব বিষয়ে লিখতেন আর বুদ্ধিদীপ্ত মন্তব্য করতেন।
আশাকরি আবার ও আপনার লেখা পাবো.......
নেভাল বেসটি দক্ষিণ কোরিয়ার জিনহে শহরে।
একটি বসন্ত উৎসবে চেরি ফুল গাছ দেখতে যাওয়ার সময় তোলা।

১৭| ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি ব্লগ। + +
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ... "প্রতিটা ছবিতে ছোট করে হলেও ক্যাপশন দিলে আরো ভালো লাগত"। তার এ কথার সাথে আমিও একমত। যে কয়টা ছবির সাথে কিছু কথা যোগ হয়েছে, সেগুলোর আবেদন বেড়েছে। যেগুলোতে কোন কথা নেই, সেগুলোকে অবহেলিত মনে হচ্ছে। সময় করে বাকিগুলোর সাথেও কিছু কথা, অন্ততঃ কয়েকটি শব্দ যোগ করে দিয়েন।

১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ। অনিকেত তুর্য্য বলার পরে ভাবছিলাম ছবির সাথে কিছু সংযুক্ত করবো; পড়ে মনে হলো দেড়ি হয়ে গিয়েছে, এখন আর পাঠক পাবো না। আপনার শেষের লাইনে অনুরোধে পর মনে হচ্ছে "It's never too late to start" ..... প্রিয় ছবি আর মুহূর্ত গুলোকে নিয়ে তাই আর অবহেলা নয়; ছবির সাথে মনের কিছু ভাবধারা আর স্মৃতি কথা যুক্ত করলাম।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৪৫

হাইজেনবার্গ ০৬ বলেছেন: শিল্প-সংস্কৃতি, ছবি, ফটোগ্রাফি নিয়ে আপনের এতো অনিহা কেন বলুন তো অনিহা নাই বরং আগ্রহ আছে।আগ্রহ না থাকলে কমেন্ট করতাম? ছবি দেখে আমি আমার ব্যাক্টিগত ওপিনিয়ন দিলাম, বিলাইয়ের ছবি ছাড়া অন্যগুলি পছন্দ বা তেমন ভালো লাগে নাই, এটা বলা বা ঘটককে নিয়া মদের তথ্য দেয়া কি আমার অনিহা প্রকাশ করে? সবার কাছে সব কিছু সমানভাবে ধরা পরে না তাই একই জিনিসের ভিন্নতা থাকে।

আপনি সিগ্রেট খাওয়ার ছবিতে ক্যাপশনে যা বলছেন তা কি সবই ঠিক?উনারে দেখলে কিন্তু মনে হয় না প্রশান্তিতে আছেন, মনে হ্য় উনি উদ্বিগ্ন, উৎকন্ঠা বা চিন্তিত। হয়ত ছবি তোলার আগের এবং পরের তথ্য আপনি জানেন তাই ক্যাপশন হয়ত ঠিক কিন্তু আমিতো বুজবো ছবি দেখে, ছবির সাবজেক্টের প্রি স্টোরীতো আমার জানা নাই, ছবি দেখেই আমার বিস্তারিত বুঝতে হবে, না বুজলে এর দায়ভার ফটোগ্রাফারের।

আরেকটা কথা আমার জানা মতে ফটো বা ছবিতে সাবজেক্ট বা মেইন থিম ফ্রেমের সেন্টারে থাকা ঠিক না এতে ফটোগ্রাফারের
অপরিপক্কতা প্রকাশ পায়। দামি ক্যামেরা দিয়া আবজাব ছবি তুল্লেই সব ছবি ভালো আসবে এমন কোন কথা নাই। গ্রেডিং করলে ইউ গেট ২ আউট অফ ১০ =p~ এক্টা টপস দেই , নেক্সট টাইম সাবজেক্টরে সাইডে বাইডে রাইখ্যা অন্য এক্টা এলিম্যান্ট এ্যাড করায়া দিয়েন। B-))

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সুবাহানাল্লাহ!!!!!আরেকটা কথা আমার জানা মতে ফটো বা ছবিতে সাবজেক্ট বা মেইন থিম ফ্রেমের সেন্টারে থাকা ঠিক না এতে ফটোগ্রাফারের
অপরিপক্কতা প্রকাশ পায়।
আপনে তো দেখি একেবারে "রুল অফ থার্ডের" উদাহরন নিয়ে হাজির হইছেন। রুল অফ থার্ড তখন‌ ও শিখি নাই :p প্রথম ৬ মাস তো অটো মুডে ছবি তুলছি। এখন যেমন সোস্যাল মিডিয়া, টিউটোরিয়াল জানার অনেক সোর্স তখন এতোটা ছিল না..... লীগের দালাল নাহিদ রেঞ্জ তখন ফটোগ্রাফি শিখাইতো :P তার ভিডিও টিউটোরিয়াল দেখতাম।

উনারে দেখলে কিন্তু মনে হয় না প্রশান্তিতে আছেন, আপনে কিছু জানেন না :p এই বয়সের মানুষের বিড়ি খাওয়া,‌ লুডু,‌হাজারী, তাশ খেলায় ই প্রশান্তি।

নেক্সট টাইম সাবজেক্টরে সাইডে বাইডে রাইখ্যা অন্য এক্টা এলিম্যান্ট এ্যাড করায়া দিয়েন। ক্যামেরার রফা দফা হয়ে গেছে; এখন আর ছবি তুলি না। টপসে কাজ হবে না :p মোবাইলে তুললে দেখি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.