| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
প্রতিফল
--------------------
আপন কর্ম করে মানব মহান
কর্মই ডেকে আনে মহা অপমান।
যে যাই কর বাছা আপনারি লাগি,
কর্মকে ধর্ম তাই গুনি জনে মানি।
সৎ-কাজে স্বীকৃতি জগত সংসারে,
অসৎ কাজে অভিশাপ সর্বগ্রাসী।
সৎ-কর্মে সমতাহীন -সুজন সমাজে,
সুশীল বলে তারে সকলে মানে।
অসৎ কর্মে প্রতাপশালী -কুজন সমাজে,
ধিক্কার জনায় তারে সর্বজনে।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫
ল বলেছেন: ধন্যবাদ অপরিসীম
২|
১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০
কাওসার চৌধুরী বলেছেন: ভাল লেগেছে।
৩|
১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪
ল বলেছেন: শ্রদ্ধা ও ভালবাসা।
৪|
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৬
কাইকর বলেছেন: ভাল লাগলো
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯
ল বলেছেন: ধন্যবাদ
৫|
১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩
ল বলেছেন: ধন্যবাদ অশেষ!!
৬|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর হয়েছে।
শুভকামনা রইল।
২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয়
৭|
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯
চঞ্চল হরিণী বলেছেন: "কর্মকে ধর্ম তাই গুণী জনে মানি"- আপনার ব্লগবাড়িতে এসে সুন্দর একটি লেখায় ছাপ রেখে যেতে চাইলাম
।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
ল বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
শুভ কামনা আপনার জন্য।
চঞ্চলা হরিণী মনে রেখো, এক ফোঁটা ভালবাসার তিলক দিলাম॥
৮|
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
ইসিয়াক বলেছেন: যে মানব সৃজিলো বিধি আপন শখের পরে,
সেই মানব ই করে শত পাপ তার পৃথিবীর উপরে।
তবু বিধি তারে দিলো পাপমোচনের সুযোগ ,
সুযোগ পেয়ে গদর্ভ মানুষ জানায় অভিযোগ ।
লোভ তার সর্বগ্রাসী ,সর্বগ্রাসী ক্ষুধা
অবাক শুধু চেয়ে রয় হতাশ বসুধা।
হায়রে মানুষ কেন তোমার এত রকম রঙ
সারাবেলা পাপ লুকাতে কত রকম ঢং।
০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১২
ল বলেছেন: দারুণ।।।।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর ++