নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

চিরচেনা ছোবলে !

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯

চিরচেনা ছোবলে !!

মা'গো সেই চিরচেনা সাপের ছোবলে-
চিরবিদায় নেয় তোমার প্রিয় সন্তান,
নয় বন্য-বেনিয়া- ভীনদেশি হায়েনা-
তবুও মানুষ ওরা বঙ্গমাতার দান।

যে মায়াবী স্পর্শের আদর-সোহাগে শুনাতে তুমি
আমায় ঘুমপাড়ানি গান,
সেই কোমল শরীর খুবলে খায়-
বিষাক্ত নাগিনীর দল ওরা বর্বর, হিংস্র-পাষাণ।

অকারণ আক্রোশে বিষধরদের দংশনের মহোৎসব চলে-
কোন সে পাতানো ফাঁদে!
নিন্দার তুফান,প্রতিবাদে সরব ফেইসবুক,টুইটারে
তবু বিচারের বাণী যে হায় কাঁদে।

মা'গো বারবার রাঙায় তোমার মায়াবী হাত-
ফিনকি ঝড়া রক্তে,
আজ আবরার কাল আরমান এভাবেই-
অকালে প্রাণ ঝরে ধুলোমাখা তক্তে।

এ জঘন্য জাহেলিয়াতের হবে কি কভু শেষ !
শোকের মাতমে বাড়ছে অভিশপ্তের সমাবেশ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কান্না বন্ধ করেন, তিব্র স্বরে সমাধান বলেন - - - -

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

বলেছেন: সমাধান নয় প্রস্তাবনা দিলাম --
পদ্মা সেতু যেভাবে নিজস্ব অর্থায়নে হচ্ছে সেটা অবশ্যই প্রসংশার দাবিদার -
সরকার নিজেদর স্বার্থে বিভিন্ন সময়ে দীর্ঘ ও স্বল্প মেয়াদি বিভিন্ন প্রকল্প গ্রহন করে থাকে

ঠিক তেমনি পাইলট প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরের জন্য ছাত্র, শিক্ষক ও প্রশাসনিক রাজনীতি ও দলাদলি বন্ধ করুন।। আশা করা যায় ভালো ফলাফল উপভোগ করতে পারবেন।।।


রাজি, নিমরাজি নাকি বেজার???

২| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনার বাবা হত্যার প্রতিবাদ করতে করতে এতটুকু এসেছেন; উনি নিশ্চয় প্রতিবাদীদের সাথে আছেন।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৮

বলেছেন:
শেখ হাসিনা থাকাতেই ক্যাসিনো গংরা ধরা পড়েছে।।
তাহলে,
সাগর - রুনি হত্যার বিচারের আশা করতেই পারি।।

৩| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

ইসিয়াক বলেছেন: আমি অভিশাপ দিচ্ছি নিরীহ আবরারের মায়ের পক্ষ থেকে ..
আমি অভিশাপ দিচ্ছি নিরীহ আবরারের বাবার পক্ষ থেকে......
আমি অভিশাপ দিচ্ছি সমগ্র জাতির পক্ষ থেকে......।
আবরার ফাহাদের খুনিরা ধ্বংস হোক.....

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৮

বলেছেন: খুনিরা ফ্রিডম পাবে ধ্বংস হবার নয়।।

৪| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: @বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে মারধর করে হল ছাড়া করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা। আবরার হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া বুয়েট শাখার ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক মেসেঞ্জারে গোপন কথোপকথনে বিষয়টি স্পষ্ট হয়েছে। ছাত্রলীগের এই নেতারা মেসেঞ্জারে গ্রুপ খুলে নিজেদের মধ্যে কথা বলতেন। আবরার নিহত হওয়ার আগে-পরে তাঁরা সেখানে কথা বলেছেন।

@আবরার হত্যায় অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের আলাপের এই বিবরণ থেকে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আবরার ফাহাদকে হত্যা করার আগে-পরে আসামিদের (শেরেবাংলা হল ছাত্রলীগ বা এসবিএইচএসএল) ফেসবুক মেসেঞ্জারে কী কথোপকথন হয়েছিল তা হুবহু তুলে ধরা হলো—

@বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবীন (গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন) গত শনিবার দুপুর ১২টা ৪৭ মিনিটে এই গ্রুপে লেখেন, ‘১৭-র আবরার ফাহাদ। মেরে হল থেকে বের করে দিবি দ্রুত। এর আগেও বলেছিলাম। তোদের তো দেখি কোনো বিকার নেই। শিবির চেক দিতে বলেছিলাম।’

মেহেদী হাসান এই কথা লেখার পর মনিরুজ্জামান (এই মামলায় গ্রেপ্তার) লেখেন, ‘ওকে ভাই।’

তখন মেহেদী আবার লেখেন, ‘দুই দিন টাইম দিলাম।’

মনিরুজ্জামান আবার লেখেন, ‘ওকে ভাই।’

এরপর মেহেদী মেসেঞ্জারে মনিরুজ্জামানকে ১৬ তম ব্যাচের মিজানের (এই মামলায় গ্রেপ্তার ও আবরারের রুমমেট) সঙ্গে পরামর্শ করতে বলেন।

মেহেদী লেখেন, ‘দরকারে ১৬ ব্যাচের মিজানের সাথে কথা বলিস। ও আরও কিছু ইনফরমেশন দেবে শিবির ইনভলভমেন্টের বিষয়ে।’

এর পরের দিন রোববার রাত ৭টা ৫২ মিনিটে মনিরুজ্জামান মনির মেসেঞ্জারে ওই গ্রুপে লেখেন, ‘নিচে নাম সবাই।’

এরপর শাহীন (পুরো পরিচয় জানা যায়নি) লেখেন, ‘ওকে ভাই।’
শওকত (পুরো পরিচয় জানা যায়নি) লেখেন, ‘ওকে ভাই।’

মেসেঞ্জারে আবু নওশাদ সাকিব (পুরো পরিচয় জানা যায়নি) নামের বুয়েট ছাত্র লেখেন, ‘আবরার ফাহাদ কী হলে আছে?’
জবাবে শামসুল (এই মামলায় গ্রেপ্তার) লেখেন, ‘হ ভাই। ২০১১ তে’। তখন নওশাদ লেখেন, ‘২০১১ তে আছে।’

মেসেঞ্জার গ্রুপে রাত ১টা ২৬ মিনিটে একজন (নাম পড়া যায়নি) লেখেন, ‘আবরার ফাহাদকে ধরছিলি তোরা?’

জবাবে ইফতি মোশাররফ (আবরারকে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন) ফেসবুক মেসেঞ্জারে লেখেন, ‘হ।’

এরপর একজন (নাম পড়া যায়নি) লেখেন, ‘বের করসস।’

জবাবে মোশাররফ লেখেন, ‘কী? হল থেকে নাকি স্বীকারোক্তি?’

একজন (নাম পড়া যায়নি) লেখেন, ‘স্বীকার করলে তো বের করে দেওয়া উচিত।’

জবাবে ইফতি মোশাররফ লেখেন, আবরার ফাহাদ মরে যাচ্ছে।

ইফতি লেখেন, ‘মরে যাচ্ছে। মাইর বেশি হয়ে গেছে।’

আবরার ফাহাদকে যে কক্ষে (২০১১) ফেলে নির্যাতন করে হত্যা করা হয় সেই কক্ষের একজন হলেন বুয়েট ছাত্রলীগের নেতা ইফতি মোশাররফ।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। রোববার রাত ৮টার দিকে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলের ২০১১ নম্বর কক্ষে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতিমধ্যে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছেন। ১৩ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, অনীক সরকার, মেফতাহুল ইসলাম, ইফতি মোশারেফ, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর, মোহাজিদুর রহমানকে, শামসুল আরেফিন, মনিরুজ্জামান ও আকাশ হোসেন, মিজানুর রহমান (আবরারের রুমমেট), ছাত্রলীগ নেতা অমিত সাহা এবং হোসেন মোহাম্মদ তোহা।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

বলেছেন: এদের অনেকেই খাবার খেয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলো
এদের অনেকের নাম ভুলবশত চলে আসছে।।


ওরা আসলেই ষড়যন্ত্রের শিকার।।।

৫| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭

বলেছেন: সবকিছুই আপনার ভালো লাগে -- এমন ভালো মানুষের জন্য ভালোবাসা রইলো।।

৬| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৪

আরোগ্য বলেছেন: খুব নিকটেই আল্লাহর সাহায্য ও জয় ইনশাআল্লাহ। জালিমের বিনাশ ইতিহাস সাক্ষী।

১১ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৩

বলেছেন: পাপের বোঝা আরও ভারী হতে হবে
আরও অনেক ক্ষতি ও দূর্গতি ও প্রায়শ্চিত্ত শেষ -
আসবে প্রকৃতির প্রতিশোধ।।


সময় করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: ছাত্র রাজনীতি এদেশে রক্ত আর লাশ ছাড়া আর কিছুই দিতে পারছে না। ছাত্র রাজনীতি বন্ধ হোউক। সাথে বন্ধ হোক ছাত্রছাত্রীর সকল প্রকার অপকর্ম। (ছাত্র রাজনীতি কোনোদিন বন্ধ হবে না)

১৪ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৩

বলেছেন: ছাত্র রাজনীতি কোন অবস্থায় বন্ধ হবে না --- এটাই মূলকথা।।।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মা'গো বারবার রাঙায় তোমার মায়াবী হাত-
ফিনকি ঝড়া রক্তে,

অসাধারণ অভিব্যক্তি।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

বলেছেন: ধন্যবাদ কবি।।

পোস্টে আপনার মন্তব্য পেয়ে সমৃদ্ধ হলো।।।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: "শোকের মাতমে বাড়ছে অভিশপ্তের সমাবেশ" - শোক শক্তিতে পরিণত হয়ে একদিন হন্তাকে আঘাত হানবে, এটা সময়ের ব্যাপার।
ধৈর্য ধরুন, প্রতিবাদ করুন।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

বলেছেন: শোক শক্তিতে পরিণত হয়ে একদিন হন্তাকে আঘাত হানবে, এটা সময়ের ব্যাপার। - আশাবাদী হলাম।।


ভালো থাকুন স্যার।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.