নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

\'দ্বিতীয়বারের মত কবিতা লেখার দু:সাহস করলাম\'

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১


'বিশ্বাসের গন্ধ'

গন্ধটা কি পেয়েছো?
জোৎস্না গায়ে লেগে যে গন্ধ সৃষ্টি হল।
স্বাদটা কি পেয়েছো?
চোখের জল গড়িয়ে যখন জিভে গেল।
.
জোৎস্নায় শুরু হওয়া দু'টি হাতের ছোঁয়া,
বলতো কেন তোমার চোখের জলে শেষ হল?
তাহলে কি তুমি শুধুই একতাল মাংশ,
আর সে শুধুই মাংশ খাদক।
.
বলতো কেন দু'টি মন মিশে একাকার হলো না?
তবে কি শেষ পরিনতি বিচ্ছেদ নামক চাবুক?
বিচ্ছেদের চাবুকই যদি শেষ নিয়তি হবে,
কি দরকার ছিল ভালবাসার চাদরে মনটা মুড়ানোর?
.
জানি পারবে না উত্তর দিতে এই বিচ্ছেদ নামক প্রশ্নের।
কারন রক্ত মাংশের তালে ডুবে গেছে তোমার বিবেক।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


টুথ ব্রাশ দরকার?

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

মামুন রেজওয়ান বলেছেন: আপাতত দরকার নেই ভাই। লাগলে বল্ব যেহেতু আপনি ডিলারশিপ নিয়েই রেখেছেন। দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী ভাউ টুথব্রাশ সেইল করার ডিলারশীপ নিছেন নাকি? B-))

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

মামুন রেজওয়ান বলেছেন: মনে হয়

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো +

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা লেখার জন্য সাহসের দরকার হয় না!


একটা কোমল কবি মোনই যথেষ্ঠ!:)

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরনামুলক মন্তব্যের জন্য। দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.