নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পিছুটানে অগ্রসর

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০

সময়ের কাঁটা যদি
ঘুরিয়ে দিতে পারতাম ,
তবে পিছুটানকে বারবার হত্যা করতাম ,
হতাম হিংস্র হন্তারক ।
দিন যায় বেড়ে উঠি,
নিজের শৈশব , কৈশোর আঁকড়ে ধরি ,
অনায়াসে মেনে নিতে পারিনা
তাদের বিচ্ছেদ।
বয়স বাড়ে , ক্ষোভ জমে
আধুনিকতার খোলসের ওপর,
যতটা দেয় , কেড়ে নেয় তার অধিক।
তবুও স্বাগত জানাতে হয়,
হতে হয় অগ্রসর ,
জীবনের নিঃশব্দ ঘাতককে
বছর বছর পর পর।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

মিরোরডডল বলেছেন:




এই ছবি কেনো?
চলমান জীবনের অগ্রসরতা বোঝাতে?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ । ছবিটা এন্টিক্লকওয়াইস একটা সিঁড়ির। তাই এখানে দিয়েছি। চলমান জীবনের অগ্রসরতা আছে ,কিন্তু প্রাণ নেয় সেখানে। যান্ত্রিক বলতে পারেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

মিরোরডডল বলেছেন:




আমি সবসময় বর্তমানের মধ্যে থাকতে ভালোবাসি।
অতীত থেকে শিক্ষা নেই, এছাড়া অতীত খুব বেশি বদার করেনা।

কিন্তু ইদানিং মনে হয় ঘড়ির কাঁটা যদি পেছনে নেয়া যেতো, তাহলে কিছু বিষয় বদলে দিতাম।
জীবনটা তখন অন্যরকম হতো!

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ অধমের পোস্টে সুনজর দেওয়ার জন্য।
আমি দুইভাবে অতীত কে ভেবেছি। আপনি যে অতীতের কথা বলেছেন, তার সাথে আমিও বিনা দ্বিধায় একমত। আমি যে অতীত নিয়ে লিখেছি , সেখানে এখন শুধু ক্ষনিকের অতিথি মাত্র আমি বা আমরা সবাই।

আপনার জীবনটা ঘড়ির কাঁটা পেছনে না ঘুড়িয়েই যেন অন্যরকম হয় সেই কামনা করছি।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

মিরোরডডল বলেছেন:




আমি যে অতীত নিয়ে লিখেছি , সেখানে এখন শুধু ক্ষনিকের অতিথি মাত্র আমি বা আমরা সবাই।

সেটা কিরকম?

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮

মায়াস্পর্শ বলেছেন: খুব গভীর কিছু নয়। যেমন ধরুন , শৈশব বা কৈশোরে যা করেছি এখন হয়তো চাইলেও সেগুলো করতে পারিনা। হয়তো খুব সামান্য সময়ের জন্য সেগুলোর দেখা পাই বা আমাদের শৈশবের সেসকল কাজ বা বিষয় গুলো হয়তো আর চোখে দেখাও যায় না। বিলুপ্ত হয়ে গেছে। সেই সব অতীতের কথা বলেছি।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

মিরোরডডল বলেছেন:




ছবিটা এন্টিক্লকওয়াইস একটা সিঁড়ির।

ওপরে উঠতে এন্টিক্লকওয়াইজ কিন্তু ওপর থেকে নামার সময় ক্লকওয়াইজ।

জীবনটাও এরকম, যে যেভাবে দেখে বা জীবন যেখানে যেরকম।


৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

মায়াস্পর্শ বলেছেন: ইদানিং জীবনকে সহজ ভাবে দেখা শুরু করেছি। কিন্তু মাঝে মাঝেই ঝাপসা দেখতে হচ্ছে। (মজা করে বললাম )

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

মিরোরডডল বলেছেন:




শৈশব বা কৈশোরে যা করেছি এখন হয়তো চাইলেও সেগুলো করতে পারিনা।

লেখক/লেখিকা ধরে নিচ্ছি তরুণ অথবা মধ্যবয়সের।
শৈশব কৈশোর ভেবে ভেবে বর্তমানের বেস্ট সময়টা মিস করে যাবে।
বার্ধক্যে গিয়ে আবার আজকের এই বর্তমান নিয়ে ভাববে।

তাই আজ যা করতে মন চায়, যা কিছু এই বয়সে করা যায়, সকল স্বপ্ন পূরণ করা হোক।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

মায়াস্পর্শ বলেছেন: লেখক/লেখিকা ধরে নিচ্ছি তরুণ অথবা মধ্যবয়সের ...ধরুন তেমনই ।
অতীত যেমন বর্তমান বা ভবিষ্যতের ভুল শুধরানোর সহায়ক, তেমনি বর্তমান বা ভবিষ্যতের চলার ছায়াসঙ্গী। বর্তমানে তাই করি যা মন চায়। কিন্তু অতীতের কিছু না কিছু মাথায় এসেই যায়।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

মিরোরডডল বলেছেন:




আমি অনেক সময় নিক ছোট করে ডাকি।
যদিও মায়া এবং স্পর্শ দুটোই আমার অনেক প্রিয় শব্দ,
মায়াস্পর্শকে আমি কি ছোট করে মার্শ বলে ডাকতে পারি?


৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

মায়াস্পর্শ বলেছেন: খারাপ লাগবে না । নতুন কিছু সাদরে গ্রহণ করা আমার ধর্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.