নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

কি যেন নেই

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮



পঞ্চইন্দ্রিয় যখন সব সঠিক বলে ,
তখন না পাওয়ার এক খেলায় মত্ত থাকে
অবচেতন মন।
কি যেন নেই ,
নিজের সাথে ফাঁকি দেওয়ার অভিনয়ে ব্যর্থ হই ।
সর্বময় তার সাথে জুড়িয়ে আমার বসবাস নয় ,
এক প্রগাঢ় দূরত্ব।
কিছু পরিচয়, কিছু আলাপচারিতা ,
কিছু বাক্য বিনিময়, ধন্যবাদ জ্ঞাপন।
শেষ হয়েও কিছু রেশ নিয়ে বেঁচে থাকে,
''কি যেন নেই'' এমন এক শিরোনাম হয়ে ।
যাকে খুঁজে বের করা কঠিন হয়ে পরে ,
এক অস্থিরতা , একটা শান্তি , একটা পরিসমাপ্তি ,
যেখানে আবার সূচনার সূত্রপাত হওয়ার থাকে ,
আবার ও একই চক্র বিরাজমান ,
''কি যেন নেই নেই '' ।
এক অদ্ভুত অনুভূতি, যা খুঁজে না পাওয়া অবধি,
একই পরিমণ্ডলে ঘুরপাক খেতে হয়,
এদিক, ওদিক, সেদিক।
" কি যেন নেই " অবিয়োগাত্নক এক রোগ ,
প্রতি বেলা পর পর আক্রান্ত হই,
আক্রান্ত করে , আক্রান্ত হতে হয়।
অন্যরকম সুখ আর দুঃখের মিশ্রণ যেখানে,
সেখানে কি যেন নেই ।

ছবি: When my guitar gently wipe's Song (The Beatles)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি যে নেই বলা মুসকিল। কবিতায় +++

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

মায়াস্পর্শ বলেছেন: আসলেই বলা মুশকিল। অতিশয় ভালোবাসা জানবেন।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:




অন্যরকম সুখ আর দুঃখের মিশ্রণ যেখানে,
সেখানে কি যেন নেই ।



কি যেন নেই নেই থেকে একটা দারুন সৃষ্টি হয়ে গেলো!
আরেকটি অনুভূতি, আরেকটি লেখার জন্ম।
খুব ভালো হয়েছে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

মায়াস্পর্শ বলেছেন: ভালো হয়েছে ? আপনার ভালো লেগেছে ?
একটু অগোছালো হয়েছে আজকের লেখা।
কি যেন নেই আজকের লেখাতে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

মিরোরডডল বলেছেন:




কি যেন নেই আজকের লেখাতে।

কি নেই?
এই না থাকাটা সবসময় মিসিং থাকবে।

হুম, লেখা অনেক ভালো হয়েছে।
you know that you write well.



০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

মায়াস্পর্শ বলেছেন: আচ্ছা। পাঠকের মন্তব্যই আমার ভাল লেখার উৎস।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




পাঠকের শুনে কিন্তু এবার আমার হাসি পাচ্ছে, পাঠক কোথায়? আমি? এটা হলো কিছু?
আজকেই জাদিদকে আবার ইমেইল করবে প্রথম পাতার এক্সসেসের জন্য।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

মায়াস্পর্শ বলেছেন: ১ জন হোক বা ১০০ জন। আপনি তো পড়ছেন নিয়মিত। তবে কি আপনাকে পাঠক বলবো না ?
হাসি পেলে সে ভালো , হার্ট ভালো থাকবে।
ইমেইল করার মতো ইচ্ছে আমার নেই। চলুক না এভাবেই। মন্দ কি তাতে ?

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:




প্রিয় একটা গান ধুলোকে শেয়ার দিলাম, ওটা এখানেও দিয়ে গেলাম।
মার্শ এমন গান শোনে না মনে হয়, নিজেতো গাইবে না। ভীষণ সুন্দর একটা গান!


দেহ আর প্রাণ নিয়ে
কি লাভ বলো
যদি মন ভেঙ্গে যায়
সে মানুষ তিলে তিলে
শেষ হয়ে যায়


ভাষা আর শব্দে
কি লাভ বলো
যদি বলা নাহি যায়
সে কথা মনে থেকেই
মনে মরে যায়








০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

মায়াস্পর্শ বলেছেন: গানের কথা গুলো মারাত্মক প্রশ্নবোধক। যার উত্তর দেওয়া খুবই জটিল।
তবে আজকে শুনলাম গানটা। এরকম গান খুব কম শোনা হয়।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

মায়াস্পর্শ বলেছেন: ভালবাসা জানবেন অসংখ্য।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রতিটা মানুষের মাঝেই জীবনের বেশির ভাগ সময় জুড়েই থাকে, কী যেন নেই!

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ। সত্যি কথা একদম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.