নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধের খণ্ডন

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫


ছবি : ইন্টারনেট

দেয়ালের কানে ফিসফিস করে
যা বলার সব বলে দিয়েছি ,
তবে হ্যাঁ , কোনো গুরুতর অভিযোগ করে কিছু বলিনি।
এখন আমি অভিযোগ আর অভিমানের,
আলাদা সত্তা খুঁজে পেয়েছি।

ফ্যাল ফ্যাল করে হাসতে থাকা আমি
শুন্য মুখে অনেক কিছু গুঁজে নিয়েছি ,
তবে হ্যাঁ , হৃদয় বিদারক কোনো কথার আঘাত কখনো দিবো না।
ফুল আর ভ্রমরের প্রেম ,
আমায় কষ্ট না দিতে শিখিয়েছে ।

রাতের আকাশে চেয়ে মন খুলে কাঁদতে কাঁদতে
কিছু হারানোর ইচ্ছা করেছি ,
তবে হ্যাঁ , সেখানে তোমার কোনো প্রসঙ্গ ছিল না।
প্রসন্ন চাঁদ আর মেঘের মিতালি আমায় ,
ভালোবাসা আগলে রাখতে শিখিয়েছে।

সদ্য ফোটা কলি কে বলেছি
সন্ধ্যায় হারিয়ে যাওয়ার গল্প ,
তবে হ্যাঁ , সেখানে আমাকে না পাওয়ার কোনো শঙ্কা নেই।
নীড়ে ফেরা পাখির দল আমায় ,
প্রিয়তমার বুকে মাথা রেখে সুখ পেতে শিখিয়েছে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

মিরোরডডল বলেছেন:




পিঠা খেতে খেতে আরাম করে লেখাটা পড়লাম।
Soothing!

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

মায়াস্পর্শ বলেছেন: পিঠা সেদিন করেছিলাম , দুধ চিতই । স্বাদ এখনো যায়নি মুখ থেকে , আবারো করবো।
ধন্যবাদ এমন প্রশান্তিদায়ক মন্তব্যের জন্য।

২| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

মিরোরডডল বলেছেন:




মায়াপা পিঠা বানাতে পারে? :)


২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

মায়াস্পর্শ বলেছেন: স্পেশাল কিছু খাওয়ার বা খাওয়ানোর সৌভাগ্য হয়নি। মায়াপা পারে কিনা শুনতে হবে। #:-S

৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

মিরোরডডল বলেছেন:




সেদিন একজন ব্লগার প্রতিমন্তব্ব্যে মার্শকে আপু বলেছে।



২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

মায়াস্পর্শ বলেছেন: সেদিন একজন ব্লগার প্রতিমন্তব্ব্যে মার্শকে আপু বলেছে।
মাঝে মাঝে তা ভেবে হাসি। কিছু বলিনি , না বলাই ভালো। হাসার রাস্তাটা বন্ধ করে লাভ নাই। :) :)

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

মায়াস্পর্শ বলেছেন: সেদিন একজন ব্লগার প্রতিমন্তব্ব্যে মার্শকে আপু বলেছে
আপা বলেছিলেন আপু নয়। :) :) :)

৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

মিরোরডডল বলেছেন:




এখন আমি অভিযোগ আর অভিমানের,
আলাদা সত্তা খুঁজে পেয়েছি।


Good on you.

তবে হ্যাঁ , হৃদয় বিদারক কোনো কথার আঘাত কখনো দিবো না।

Better not to.

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০

মায়াস্পর্শ বলেছেন: Better not to

:#) :#)

৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

মিরোরডডল বলেছেন:




এত হাসির কি হলো????
মানুষকে হার্ট করা কোন গুণের কথা না।


২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

মায়াস্পর্শ বলেছেন: এত হাসির কি হলো????
মানুষকে হার্ট করা কোন গুণের কথা না।


আমি বাদ দিয়েছি। এ ব্যাপারে বোবা হয়েছি একদম। তবে অন্যকেউ যে বলে না তা নয়। এবার হজম করার অভ্ভাসটাও করে ফেলছি।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

মিরোরডডল বলেছেন:




তবে অন্যকেউ যে বলে না তা নয়।

মানে কি? বুঝিনি।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

মায়াস্পর্শ বলেছেন: মানুষকে হার্ট করার কথা বলেছি ।

৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন:




শুন্য মুখে অনেক কিছু বুঁজে নিয়েছি ,

এ লাইনটা কি ঠিক আছে?

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

মায়াস্পর্শ বলেছেন: নিজেই সংশয়ে পরে গেলাম , মনে তো হচ্ছে ঠিকই লিখেছি।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

মায়াস্পর্শ বলেছেন: 'গুঁজে' দিলে ভালো হচ্ছে , 'বুঁজে' অর্থের ব্যত্যয় ঘটাচ্ছিলো। ধন্যবাদ অনেক। ঠিক করে নিয়েছি।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

মিরোরডডল বলেছেন:




আপা বলেছিলেন আপু নয়।

ওই একই হলো, জেন্ডার ইস্যু।

৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

মিরোরডডল বলেছেন:





কেউ খারাপ হলে, নিজেকে খারাপ করতে হবে? ভালোর সাথে কম্পিটিটিভ হবে, খারাপের সাথে না।

খারাপকে পয়েন্ট করে ধরিয়ে দিতে হয়, সে কি খারাপ করছে।
যদি লিসেন করে এপ্রিশিয়েট করে তবে ভালো, আর যদি তা না করে তখন ইগনোর করতে হয়।

তার পেছনে সময়ের মতো মূল্যবান কিছু নষ্ট করার মানে নেই।

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

মায়াস্পর্শ বলেছেন: একদম সঠিক বলেছেন। আমি একমত আপনার সাথে। তবে খারাপ করার কারন টা খুঁজে বের করা দরকার। যে খারাপ করে , সে খারাপ করার কারন টা না জেনেও করতে পারে।

তখন ইগনোর করতে হয়।
এটাও সঠিক।
তবে কাওকে যদি অকারণে ইগনোর করা হয় , সে খারাপ করা শুরু করে।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন:




মার্শ

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

মায়াস্পর্শ বলেছেন: :-P =p~

১১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন:




এতো সুপার সেনসিটিভ কেনো?
অফলাইন থেকে প্রতিমন্তব্য দেখেছিলাম।
অনলাইন হবার পর সময় স্বল্পতার জন্য এদিকটায় আশা হয়নি।

ডিলিট করে দেবার মতো কিছু হয়নি।
এরকম হাইপার হলেতো প্রব্লেম, সামনের জীবনে অনেক কষ্ট আছে!

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৯

মায়াস্পর্শ বলেছেন: এমনটা ভাববেন না দয়া করে। আজ মন্তব্যগুলো পড়ে হাসি পাচ্ছিলো খুব। অতি আবেগীয় কথা বার্তা বলে ফেলছিলাম। এটা সুপার সেনসিটিভ কিছু নয়। আমার নিজের কাছেই আজকে হাসি পাচ্ছিলো আমার মন্তব্য গুলো দেখে। শিশুদের মতো লিখেছিলাম।

সামনের জীবনে অনেক কষ্ট আছে !
সামনের জীবন কয়দিন আছে কে জানে বলেন ?
আমি একদমই হাইপার হয়নি কিন্তু।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

মিরোরডডল বলেছেন:




তাহলে এখনই সেটার একটা প্রতিমন্তব্য করা হোক, যেটা আবার হাসি এসেছে বলে মুছে দিবে না।

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

মায়াস্পর্শ বলেছেন: করেছি ।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:শিশুদের মতো লিখেছিলাম।

you're a শিশু ...........


২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

মায়াস্পর্শ বলেছেন: you're a শিশু ...........
B:-) B:-)

১৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৯

মিরোরডডল বলেছেন:




কি? অবাক হবার কি আছে? আচার আচরণ ভাবনা চিন্তা তাই বলে :)

১৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:




৯ এর প্রতিমন্তব্য নিয়ে কিছু বলতাম কিন্তু আমার গলাটা ব্যথাতো, তাই আজ আর কিছু বললাম নাহ :)

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

মায়াস্পর্শ বলেছেন: আমার গলাটা ব্যথাতো
চা খাবেন ? তেতুল আর বীট লবন দিয়ে ?

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মিরোরডডল বলেছেন:




থ্যাংক ইউ।
আমি নিজেই যাচ্ছি এখন একটু গরম গরম কফি বানাবো, সেটা খেলে যদি কম্ফোর্ট হয় আর কি!


২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

মায়াস্পর্শ বলেছেন: থ্যাংক ইউ।
আমি নিজেই যাচ্ছি এখন একটু গরম গরম কফি বানাবো, সেটা খেলে যদি কম্ফোর্ট হয় আর কি!


ওয়েলকাম
গরম গরম কফির চেয়ে কোল্ড কফি আমার বেশি পছন্দ।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩য় লাইনে শব্দটা গুরুতর হবে। +++++

২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভুল ধরে দেওয়ার জন্য। ঠিক করে নিচ্ছি।
কবিতা পড়ার জন্য ভালোবাসা অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.