নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ব্যালকনি

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

ছবি : ইন্টারনেট

একলা সন্ধ্যায় অভিমানী ব্যালকনি ,
সন্ধ্যামালতীর অভিযোগে জর্জরিত।
সারাদিন ঠায় তাকিয়ে থাকে
ভ্রমরের আশায় ,
পরাগায়ন ঘটবে বলে শাখায় শাখায়।
সবুজ ক্যাকটাসের ভারী কণ্ঠের আবদার ,
মাটির টবের সাথে
তার প্রেম করিয়ে দিতেই হবে।
এবার প্রেম না হলে কাঁটাগুলোকে ছুড়ে ফেলবে বললো।
ঝিলমিল ঝিলমিল বেশ
সোনালী লতা ,
বাতাসে দুলে দুলে উড়ছে ,
পাথরকুচির সাথে তার কি যেন কি চলছে।
গভীর ধ্যানে মগ্ন বট বনসাই ,
বাকিদের ছলাকলা দেখে ক্লান্ত।
পাতাবাহারের ছায়ার নিচে ,
সদ্য বের হওয়া পুদিনার ঘ্রানে সবাই বাহবা দিচ্ছে।
সকালের রোদের সাথে তাদের প্রেমের খুনসুটি ,
আর বৃষ্টিতে হঠাৎ স্নান করে মুগ্ধতা ছড়ায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

এম ডি মুসা বলেছেন: সুন্দর!

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

মায়াস্পর্শ বলেছেন: ভালবাসা নিবেন নিরন্তর ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




শিরোনাম, ছবি, কবিতা সবকিছুই ভালো লেগেছে।




২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

মায়াস্পর্শ বলেছেন: এ আমার বড় পাওয়া আপনার থেকে। ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:




সবুজ ক্যাকটাসের ভারী কণ্ঠের আবদার ,
মাটির টবের সাথে
তার প্রেম করিয়ে দিতেই হবে।
এবার প্রেম না হলে কাঁটাগুলোকে ছুড়ে ফেলবে বললো।


এ আবদার কার কাছে করছে? ইন্টারেষ্টিং!

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

মায়াস্পর্শ বলেছেন: ওরা সবাই একটা পরিবার। ও পরিবারের সবার কাছে আবদার করেছে, মাটির টব ছাড়া। বটগাছটা শুনেও না শুনার ভান ধরে আছে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

মিরোরডডল বলেছেন:




ঝিলমিল ঝিলমিল বেশ
সোনালী লতা ,
বাতাসে দুলে দুলে উড়ছে ,
পাথরকুচির সাথে তার কি যেন কি চলছে।


এটা অনেক কিউট হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯

শাকিল মোল্লা বলেছেন: ভাল হয়েছে

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৫

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ভালোবাসা নিবেন । আমার অন্য লিখাগুলোও পড়বেন আশা করছি।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এমন ব্যালকনি না হলে চলে ! অনন্য এবং অসাধারণ কবিতা লিখে ফেলেছেন। আরো লিখুন।
আপনি যে গাছ ভালবাসেন তা আপনার লেখনীতে স্পষ্ট ফুটে উঠেছে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

মায়াস্পর্শ বলেছেন: সবে মাত্র শিখছি। আপনার মত এতো সিনিয়র ব্লগার এসে আমার লিখায় কমেন্ট করা আমার জন্য অনেক কিছু এবং প্রেরণার উৎস। ভালোবাসা এবং স্নেহ দিবেন অনেক , আমার থেকে দেওয়ার মতো কিছু নেই , ধন্যবাদ দিলাম অনেক।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
বারান্দাটাও সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

মায়াস্পর্শ বলেছেন: শ্রদ্ধেয়, নিরন্তর ভালোবাসা নিবেন । আপনার মন্তব্য আমার প্রেরণার উৎস । আমার অন্য লিখাগুলোও পড়বেন আশা করছি।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২

মিরোরডডল বলেছেন:




গত দুইদিনে কোন নতুন পোষ্ট নেই!
আর ইউ ওকে?


২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

মায়াস্পর্শ বলেছেন: জি ভাল আছি। বাসায় অতিথি। ছুটির দুইদিন লেখা হয়ে উঠে না। ভালবাসা নিবেন অনেক অনেক।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

মিরোরডডল বলেছেন:




আমরা মনে হয় আর ব্যালকনি থেকে বের হবো না, তাই নাহ?
এই যে সামান্য এক চিলতে রোদ আসছে, ওখানে বসে বসে চা খেয়েই বাকিটা সময় পার করে দিতে হবে!
যত সুন্দরই হোক না এই ব্যলকনি, তাই বলে এখানেই যদি সারাক্ষন থাকি তাহলে একসময় বদ্ধ পাগল পাগল লাগবে নাহ???

এখনই নতুন লেখা চাই :)


২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

মায়াস্পর্শ বলেছেন: দারুন বলেছেন :`>
কাল সকালেই লিখব। হাসের গোস্তো রান্নার আয়োজন হয়েছে। দাওয়াত রইলো।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

মিরোরডডল বলেছেন:




মায়াপা অনেক সংসারী।
চিতই পিঠা বানায়, হাঁসের গোস্ত রান্না হচ্ছে।
অতিথি আপ্যায়নে ব্যস্ত।
ছুটির দিনগুলোতে বাসায় সময় দেয়, নো লেখালেখি।
ভালো, খুব লক্ষী মেয়ে!

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

মায়াস্পর্শ বলেছেন: এটা আপনার মন্তব্য? আপনি ভাল রম্য করতে পারেন বটে B-)

১১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




মার্শর কাছ থেকে শিখেছি।
I'm a quick learner.


২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

মায়াস্পর্শ বলেছেন: নিক টা চেঞ্জ করে মার্শ করে নিবো, সেদিন ও একজন আমায় মায়া বলেছিলেন।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২

মিরোরডডল বলেছেন:




নাহ, সেটা করলে হবে না।
তখন আমি মার্শকে ছোট করে কি ডাকবো? মা?

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

মায়াস্পর্শ বলেছেন: হা হা হা। হাসালেন আপনি। আজ এ্যবস ডে ছিলো। হাসতে পারছি না ঠিকমত।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

মিরোরডডল বলেছেন:




কি ডে ছিলো? B:-)

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

মায়াস্পর্শ বলেছেন: Sorry, today was my Abs day at gym.

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

মিরোরডডল বলেছেন:




সেদিন ও একজন আমায় মায়া বলেছিলেন।

বাহ! বেশতো, এভাবেই ব্লগারদের সাথে মায়া বাড়বে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

মায়াস্পর্শ বলেছেন: ভালো হবে অবশ্যই।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

মিরোরডডল বলেছেন:




I see, abs workout.
মায়াপু জিরো ফিগার করবে, তাইতো? ভেরী গুড!

কিন্তু হাসতে কষ্ট হবে কেনো?
শুরুর দিকে ব্যথা হতে পারে, পরে অভ্যাস হয়ে যায়।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মায়াস্পর্শ বলেছেন: মায়াপু জিরো ফিগার করবে, তাইতো? ভেরী গুড!
আমায় পঁচাচ্ছেন? আমিও কিন্তু সুযোগ পেলে ছাড়বো না :#)

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মায়াস্পর্শ বলেছেন: কিন্তু হাসতে কষ্ট হবে কেনো?
আজ অনেকদিন পর abs করেছি তাই।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

মিরোরডডল বলেছেন:




আরেহ পাগল!!!
মার্শ কি কোন পেরিশেবল ফ্রুটস অথবা ভেজি, যে পচে যাবে?

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

মিরোরডডল বলেছেন:




মায়াপুকে যদি কোন ব্লগার মায়া বলে ডাকে, শরীফ শরীফার মতো মায়াপুর যদি মনে হয় you feel you're not মায়া, তাহলে সেই ব্লগারকে বলবে স্পর্শ বলে ডাকতে, কেমন???

কিন্তু আমার দেয়া নাম মার্শ চুরি করা যাবে না।

Good night! :)


২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

মায়াস্পর্শ বলেছেন: মায়াপুকে যদি কোন ব্লগার মায়া বলে ডাকে, শরীফ শরীফার মতো মায়াপুর যদি মনে হয় you feel you're not মায়া, তাহলে সেই ব্লগারকে বলবে স্পর্শ বলে ডাকতে, কেমন???
ইন্টারেষ্টিং লাগছে অনেক। এমন আগে কখনো হয়নি আমার নাম নিয়ে। দেখি কে কিভাবে ডাকে।

কিন্তু আমার দেয়া নাম মার্শ চুরি করা যাবে না।
মার্শ কেউ চুরি করবে না এটুকু শিওর থাকুন।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

মিরোরডডল বলেছেন:




এমন আগে কখনো হয়নি আমার নাম নিয়ে।

আগে কি কি হয়েছিলো?
আগের গল্পগুলো শুনি।
:)

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

মায়াস্পর্শ বলেছেন: আগে কি কি হয়েছিলো? আগের গল্পগুলো শুনি।
কিছুই হয়নি। আগের কোনো গল্প নেই। খুব সিম্পল আর কমন নাম আমার , যেটার সাথে কোনো গল্প হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.